বার্লিন: ইউরো কাপে ইতিহাস সঙ্গী স্পেনের (Spain Football Team)। জার্মানির সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ সংখ্যক ইউরো (Euro Cup 2024) জয়ের নজির রয়েছে লা রোহাদের। জার্মানি ও স্পেন - দুই দেশই তিনবার করে জিতেছে ইউরো কাপ। শনিবার ভারতীয় সময় রাত সাড়ে ন'টায় ফুটবলে ইউরোপ সেরার যুদ্ধে নামছে স্পেন। প্রতিপক্ষ? লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া (Spain vs Croatia)।
ইউরো কাপের আগে দুরন্ত ছন্দে স্পেন। লুইস দে লা ফুয়েন্তের (Luis de la Fuente) ছেলেরা প্রস্তুতি ম্যাচে অ্যান্ডোরাকে ৫-০ গোলে ও নর্দার্ন আয়ার্ল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে। সেই ছন্দ কি ইউরো কাপেও ধরে রাখতে পারবে স্পেন?
অন্যদিকে রয়েছে ক্রোয়েশিয়া। বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দেশ। জ্লাতকো দালিচের দলের অধিনায়ক কিংবদন্তি মদ্রিচ। সব মিলিয়ে পঞ্চমবারের জন্য ইউরো কাপে প্রতিদ্বন্দ্বিতা করছে ক্রোয়েশিয়া। গত সপ্তাহে পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে সমর্থকদের মনে নতুন করে আশার সঞ্চার করেছেন ক্রোটরা। ক্রোয়েশিয়া যে এবারের ইউরো কাপে অন্যতম ফেভারিট, মেনে নিচ্ছেন ফুটবল পণ্ডিতরাও।
তবে স্পেনের সঙ্গে শেষ দুবারের সাক্ষাতে মধুর কোনও স্মৃতি হয়নি ক্রোয়েশিয়ার। ২০২০ সালে ৫-৩ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়েছিল স্পেন। গত বছর দুই দলের ম্য়াচ গোলশূন্যভাবে শেষ হয়। ক্রোয়েশিয়া শেষবার স্পেনকে হারিয়েছিল ৬ বছর আগে, ২০১৮ সালের উয়েফা নেশনস লিগে (UEFA Nations League)।
Team. #Family. Croatia. 🇭🇷#EURO2024 #Vatreni❤️🔥 pic.twitter.com/u7e8gjTxtg
— HNS (@HNS_CFF) June 13, 2024
কাদের ম্যাচ?
ইউরো কাপের তৃতীয় ম্যাচে মুখোমুখি স্পেন ও ক্রোয়েশিয়া
কবে খেলা?
ম্যাচটি হবে ১৫ জুন
কখন শুরু ম্যাচ?
ভারতীয় সময় শনিবার রাত ৯.৩০-এ ম্যাচের কিক অফ
কোথায় ম্যাচ?
স্পেন বনাম ক্রোয়েশিয়া ম্যাচটি হবে বার্লিনে
টিভিতে কোথায় দেখবেন ম্যাচ?
ভারতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার
অনলাইন স্ট্রিমিং
টিভির সামনে বসার সুযোগ না থাকলে হতাশ হবেন না। স্মার্টফোনেও দেখতে পাবেন স্পেন বনাম ক্রোয়েশিয়া ম্যাচ। সোনি লিভ মোবাইল অ্যাপে দেখা যাবে খেলা