UEFA Euro Cup 2024: ফেভারিট হয়েও সতর্ক ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন, প্রতিপক্ষদের দিচ্ছেন হুঁশিয়ারিও
Harry Kane: ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে প্রথম অধিনায়ক হিসাবে চারটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে নেতৃত্ব দেবেন তিনি। অধরা ইউরো কাপ কি উঠবে হ্যারি কেনের হাতেই?
![UEFA Euro Cup 2024: ফেভারিট হয়েও সতর্ক ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন, প্রতিপক্ষদের দিচ্ছেন হুঁশিয়ারিও UEFA Euro Cup 2024 England captain Harry Kane on favourite tag and challenge in tournament organised in Germany UEFA Euro Cup 2024: ফেভারিট হয়েও সতর্ক ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন, প্রতিপক্ষদের দিচ্ছেন হুঁশিয়ারিও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/13/82777b8f665a5521421ce77d905c3f4a171828682567350_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বার্লিন: ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে প্রথম অধিনায়ক হিসাবে চারটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে নেতৃত্ব দেবেন তিনি। অধরা ইউরো কাপ কি উঠবে হ্যারি কেনের হাতেই? ৫৮ বছরের অপেক্ষার অবসান হবে থ্রি লায়ন্সদের?
ইউরো কাপ (Euro Cup) শুরু হওয়ার আগে উয়েফার ওয়েবসাইটে (UEFA.com) দেওয়া সাক্ষাৎকারে হ্যারি কেন বলেছেন, 'আমি রোমাঞ্চিত। আয়োজক দেশে পৌঁছে গিয়ে হোটেলে পা রেখে আর সমস্ত ব্যবস্থাপনা দেখে উত্তেজনা হবেই। আশা করছি আগামী চার-পাঁচ সপ্তাহ ভাল কাটবে। জার্মানি বনাম স্কটল্যান্ড প্রথম ম্যাচটা দেখার পর মনে হবে টুর্নামেন্টটা শুরু হয়ে গেল। এখন সকলেই উত্তেজিত এবং একই সময়ে শান্তও।'
এবারের টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ইংল্যান্ড। হ্যারি কেন বলছেন, 'আগের টুর্নামেন্টগুলো খেলে এই তকমা আমরা অর্জন করেছি। পাশাপাশি আমরা কোনওদিন ইউরো কাপ জিতিনি। এখানে ইতিহাস তৈরি করার চেষ্টা করছি। সেই লক্ষ্যপূরণ করতে চাই। তবে জানি পথ মসৃণ নয়। কঠিন রাস্তা। আমাদের একশো শতাংশ ঠিক থাকতে হবে। তা না হলেই শাস্তি পেতে হবে।'
ইংল্যান্ড দল নিয়ে আশাবাদী হ্যারি কেন। 'আমার মনে হয় এই দল অন্যতম সেরা। আমাদের বেশিরভাগ ফুটবলারই ভাল ছন্দে আছে আর ভাল ঘরোয়া মরশুম কেটেছে। আমাদের দারুণ ডাকাবুকো কিছু তরুণ রয়েছে। যারা মাঠে নামতে মুখিয়ে। আমি চাই ওরা আমার কাছে এসে প্রশ্ন করুক। ওদের সাহায্য করতে পারলে ভাল লাগবে। আমাদের দল এককাট্টা। একসঙ্গে গল্প করি, খাওয়াদাওয়া করি, এতে দলের সংহতি বাড়ে।' যোগ করেছেন, 'দলে এত প্রতিভাবান ফুটবলার যে, কোচ গ্যারেথ সাউথগেটকে কিছু কড়া সিদ্ধান্ত নিতে হবে। বিশেষ করে ইংল্যান্ডের আক্রমণভাগে এত প্রতিভা।'
রবিবার ভারতীয় সময় রাত ১২.৩০-এ প্রথম ম্যাচে ইংল্যান্ডের সামনে সার্বিয়া। হ্যারি কেন বলেছেন, 'সঠিক ছন্দে না থাকলে ওরা এমন একটা দল যে, ধাক্কা দিতে পারে। খুব শক্তিশালী দল। ওদের উচ্চতা ভাল। সেট পিসে দারুণ। ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ১০০ শতাংশ মনোযোগ না থাকলে আমাদের সময় কঠিন হতে পারে।'
আরও পড়ুন: ফের গ্রুপ থেকে বিদায়? কোন অঙ্কে সুপার এইটের দরজা খুলতে পারে পাকিস্তানের?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)