England vs Denmark Euro Cup: এগিয়ে গিয়েও গোল হজম, ডেনমার্কের কাছে আটকে গেল অন্যতম ফেভারিট ইংল্যান্ড
UEFA Euro Cup 2024: প্রথম ম্যাচে সার্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ইউরো কাপে (UEFA Euro Cup) অভিযান শুরু করেছিল ইংল্যান্ড। তবে টুর্নামেন্টের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আটকে গেলেন হ্যারি কেনরা।
ফ্র্যাঙ্কফুর্ট: প্রথম ম্যাচে সার্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ইউরো কাপে (UEFA Euro Cup) অভিযান শুরু করেছিল ইংল্যান্ড। তবে টুর্নামেন্টের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আটকে গেলেন হ্যারি কেনরা। ডেনমার্কের সঙ্গে তাদের খেলা শেষ হল ১-১ গোলে।
প্রথমার্ধে গোল করে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ডই। অধিনায়কোচিত গোল করে দলকে এগিয়ে দেন হ্যারি কেন। তবে গোল হজম করার পরই তেড়েফুঁড়ে খেলতে শুরু করে ডেনমার্ক। আগের ম্যাচে স্লোভেনিয়ার সঙ্গে ক্রিশ্চিয়ান এরিকসেনের গোলে ড্র করেছিলেন ড্য়ানিশরা। বৃহস্পতিবার শক্তিশালী ইংল্যান্ডকেও রুখে দিলেন। ম্যাচের ৩৪ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান হিউলমান (Hjumland)। গোটা ম্যাচে আর কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ফিল ফডেনের একটা শট গোলপোস্টে লেগে প্রতিহত হয়। তবে ইংরেজদের ভাগ্য বা গোলের দরজা আর খুলতে পারেননি ফডেন।
আট বছর পর ইউরো কাপের গ্রুপ পর্বে গোল হজম করল ইংল্যান্ড। ২০১৬ সালের ইউরো কাপে ওয়েলশের গ্যারেথ বেল ফ্রি কিক থেকে গোল করেছিলেন। তারপর থেকে আর কেউই ইউরোর গ্রুপ পর্বে ইংরেজ নেটে বল পাঠাতে পারেননি।
ম্যাচের প্রথমার্ধের ১৮ মিনিটে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেন। বড় মাপের আন্তর্জাতিক টুর্নামেন্টে তাঁর ১৩তম গোল। তবে ৩৪ মিনিটে সেই গোল পরিশোধ করে দেন হিউলমান। বাকি ম্যাচে দুই দলই বেশ কিছু গোলের সুযোগ তৈরি করলেও আর কোনও গোল হয়নি।
Group C rivals draw in Frankfurt.#EURO2024 | #DENENG pic.twitter.com/q56MUMMHxc
— UEFA EURO 2024 (@EURO2024) June 20, 2024
ম্যাচের পর হ্যারি কেন বলেন, 'আমরা বল সমেত ও বল ছাড়া, দুই জায়গাতেই ধাক্কা খাচ্ছি। শেষ দুটো ম্যাচে চাপ সামলাতে পারছি না। উইথ দ্য বল খেলা ভাল হচ্ছে না। প্রত্যেকেই নিজের যোগ্যতা অনুযায়ী খেলতে পারছে না। কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। তূে আমরা শান্ত থাকছি। আমাদের সেরা দিন ছিল না। তবু এক পয়েন্ট পেয়েছি।'
আরও পড়ুন: জিতেও প্রতিপক্ষকে সম্মান, জার্মানিতে ফুটবল উন্মাদনার বিরল ছবি দেখে মুগ্ধ বঙ্গসন্তান
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।