এক্সপ্লোর

Euro Cup Exclusive: জিতেও প্রতিপক্ষকে সম্মান, জার্মানিতে ফুটবল উন্মাদনার বিরল ছবি দেখে মুগ্ধ বঙ্গসন্তান

UEFA Euro Cup 2024: জার্মানিতে গিয়ে মোহনবাগান ভক্ত শৌভিকের যে অভিজ্ঞতা হচ্ছে, তা বিরল। সেখানে বিরাট ব্যবধানে প্রতিপক্ষ দলকে চূর্ণ করার পরেও বিজয়ী দলের সমর্থকদের আস্ফালন নেই। বরং রয়েছে শ্রদ্ধা।

সন্দীপ সরকার, কলকাতা: আপনি যে দলের সমর্থক, তারা ম্যাচ হেরে গিয়েছে? কলকাতা ময়দানে হলে অবধারিতভাবে আপনার জন্য বরাদ্দ থাকবে বিজয়ী দলের অনুরাগীদের 'মধুর ভাষণ'। এমনকী, প্রিয় দলের জার্সি খুলিয়ে প্রতিপক্ষ দলের জার্সি পরতে বাধ্য করা হচ্ছে, ভারতে এমন ছবিও অস্বাভাবিক নয়।

তবে জার্মানিতে (Germany) গিয়ে বঙ্গসন্তান শৌভিক তালুকদারের যে অভিজ্ঞতা হচ্ছে, তা এক কথায় বিরল। সেখানে বিরাট ব্যবধানে প্রতিপক্ষ দলকে চূর্ণ করার পরেও বিজয়ী দলের সমর্থকদের আস্ফালন নেই। বরং রয়েছে শ্রদ্ধা। সহমর্মিতা। যে ছবি দেখে মুগ্ধ দমদম নাগেরবাজারের যুবক। শৌভিক মোহনবাগান (Mohun Bagan) অন্ত প্রাণ। কলকাতা ময়দানের ফুটবল আবহ ভালই চেনেন, জানেন। জার্মানির ডামস্টাটে সায়েন্স, ইলেকট্রিকাল ও ইনফরমেশন টেকনোলজি নিয়ে মাস্টার ডিগ্রি করছেন। সঙ্গে পার্ট টাইম কাজও করেন। ছোট থেকেই জার্মানি ফুটবল দলের ভক্ত শৌভিক। কাকতালীয় হলেও, প্রিয় সেই দেশেই রয়েছেন বঙ্গসন্তান। এবং এমন একটা সময়ে, যখন ফুটবলে ইউরোপ (UEFA Euro Cup 2024) সেরার আসর বসেছে জার্মানিতে।

ডামস্টাট থেকে এবিপি আনন্দকে শৌভিক বললেন, '২০০২ সাল থেকে জার্মানির সাপোর্টার। আর আজ যখন নিজেদের দেশে ইউরো কাপ খেলছে জার্মানি, আমি এই দেশেই রয়েছি। আমার কাছে স্বপ্ন সফল হওয়ার মতো মুহূর্ত। এখানে থেকে ফুটবল নিয়ে উন্মাদনা, মানুষের উৎসাহ অনুভব করতে পারছি। এখানে যে লোকজন ফুটবল কতটা ভালবাসেন, না দেখলে বিশ্বাস হবে না।'

ইউরো কাপ নিয়ে জার্মানির আম আদমির মধ্যে উন্মাদনা কীরকম? 'জার্মানির ম্যাচগুলি সপ্তাহের মধ্যে পড়ছে। স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ ছিল শুক্রবার। হাঙ্গেরির বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলল বুধবার। অথচ দুটি ম্যাচে উপচে পড়েছে গ্যালারি। টিকিটের জন্য হাহাকার। অফিস করে এসে ম্যাচ দেখছেন সকলে। বন্ধু, পরিবার নিয়ে ম্যাচ দেখতে আসছেন। ম্যাচ জেতার পর জমিয়ে আনন্দ করছেন। তবে কোথাও সীমা লঙ্ঘন করে নয়। কেন জার্মানিকে এত শৃঙ্খলাপরায়ণ দেশ বলা হয়, সেটা সত্যিই এখানে থেকে আরও ভাল করে বুঝতে পারছি,' বলছিলেন শৌভিক।

সম্প্রতি বিশ্বকাপ, ইউরো কাপের মতো বড় টুর্নামেন্টে জার্মানির পারফরম্যান্স ভাল নয়। তবে এবার ইউরোতে নিজেদের দেশে অন্যতম ফেভারিট জার্মানি। দলের মধ্যে কোন ব্যাপারগুলি জার্মানির মানুষকে ছুঁয়ে যাচ্ছে? নিজের অভিজ্ঞতাই বা কী? শৌভিকের কথায়, 'য়ুলিয়ান নাগেলসমান কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর গোটা দলের খেলায় একটা ভীষণ আত্মবিশ্বাস বুনেছেন। জার্মানির রক্ষণ ও মাঝমাঠ বেশ দুর্বল হয়ে পড়েছিল মাঝে। যে কারণে শেষ কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্টে সমস্যায় পড়তে হয়েছিল। সমস্ত ফাঁকফোঁকর ঢেকে দিয়েছেন নাগেলসমান।'

জার্মানি জুড়ে এখন জামাল মুসিয়ালার (Jamal Musiala) বন্দনা। জার্মানির মেসি বলা হয় যাঁকে। ইউরো কাপে দুরন্ত ছন্দে রয়েছেন। শৌভিক বলছেন, 'মুসিয়ালা জার্মানি ফুটবলের পরম প্রাপ্তি। ওকে জার্মানির মেসি বলা হয়। প্রথম দুই ম্যাচেই অনবদ্য খেলেছে। বুধবার তো নিজের শহরে খেলল। স্কটল্যান্ড ও হাঙ্গেরির কাছে যেন বিভীষিকা হয়ে উঠেছিল মুসিয়ালা। এত কম বয়সে এত ভাল ফুটবল খেলছে। অনেক দূর যাবে। উজ্জ্বল ভবিষ্যৎ। লেরয় জ়ানেও (Leroy Sane) খুব ভাল ফুটবল খেলছে। টোনি ক্রুস আমার প্রিয় ফুটবলার। সকলকে পিছন থেকে সাপোর্ট করছে। ভাল পাস যাচ্ছে আক্রমণভাগের উদ্দেশে।'

 

জার্মানির সর্বত্র বিক্রি হচ্ছে বিভিন্ন দলের জার্সি
জার্মানির সর্বত্র বিক্রি হচ্ছে বিভিন্ন দলের জার্সি

কিন্তু যে ছবিটা প্রবাসী বঙ্গসন্তানের মন জিতে নিচ্ছে, সেটা সৌহার্দ্যের। স্কটল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করেও কোনও ধিক্কার, বিদ্রুপ নেই। যেন আদর্শ আয়োজক দেশ হিসাবে মন জিতে নিতে চায় জার্মানি। সে দেশের ফুটবল ভক্তরা উৎসবের আবহেও তাই সংযমী। ব্রিটিশ ফুটবল গুণ্ডাদের মতো কাউকে চোখেও পড়ছে না। শৌভিক বলছেন, 'এখানকার সেলিব্রেশন মন জিতে নেবে। ম্যাচ জিতেও প্রতিপক্ষকে সম্মান করে জার্মানরা। স্কটল্যান্ডকে এত বড় ব্যবধানে হারিয়েও কোনও হেয় করার ব্যাপার দেখিনি। প্রতিপক্ষদের প্রাপ্য মর্যাদা দেয়।'

জার্মানি জুড়ে ফুটবল ঘিরে এখন উৎসব। যাঁরা মাঠে যাচ্ছেন, অবিস্মরণীয় অভিজ্ঞতা হচ্ছে। যাঁরা যেতে পারছেন না, তাঁদের জন্য করা হয়েছে ফ্যান জোন। যে যাঁর প্রিয় দেশের জার্সি পরে সকলে মিলে জায়ান্ট স্ক্রিনে ম্যাচ দেখার ব্যবস্থা। সঙ্গে খাওয়াদাওয়া। বনভোজনের মেজাজ।

রেকর্ড চতুর্থবারের জন্য ইউরো জয়ের পথে মুসিয়ালাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে কোন দেশ? কী মনে করছেন জার্মানির ফুটবলপ্রেমীরা? শৌভিকের উপলব্ধি, 'ফ্রান্স আর স্পেনকেই জার্মানির পথে সবচেয়ে বড় কাঁটা মনে হচ্ছে। স্পেনের পাসিং ফুটবল দুর্দান্ত। এখনও জার্মানি বড় দলের সামনে পড়েনি। হাঙ্গেরির বিরুদ্ধে দু-একটা ফাঁকফোঁকর দেখা গিয়েছে। তবে সেগুলো ওরা নিজেরাও লক্ষ্য করেছে। দ্রুত সেগুলো মেরামত করে নিলে এই জার্মানিকে থামানো কঠিন।'

আরও পড়ুন: রহস্যজনক মৃত্যু প্রাক্তন তারকার, শোকের ছায়া ভারতীয় ক্রিকেটে

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

India vs England LIVE: স্পিন ফাঁদেই কুপোকাত ইংল্যান্ড, অক্ষর, কুলদীপের দাপটে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত
স্পিন ফাঁদেই কুপোকাত ইংল্যান্ড, অক্ষর, কুলদীপের দাপটে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত
IND vs ENG Match Highlights: মধুর প্রতিশোধ, ইংরেজদের দর্প চূর্ণ করে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত
মধুর প্রতিশোধ, ইংরেজদের দর্প চূর্ণ করে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত
Jio New 5g Plans: বাড়ল রিচার্জের খরচ, জিও-র কোন ট্যারিফ প্ল্যান কত বাড়ল? দেখুন তালিকা
বাড়ল রিচার্জের খরচ, জিও-র কোন ট্যারিফ প্ল্যান কত বাড়ল? দেখুন তালিকা
Antarctic Ice Sheet Melting: ভাল নেই আন্টার্কটিকা, হিসেব গুলিয়ে গেল বিজ্ঞানীদেরও, সময়ের আগেই সলিল সমাধি ঘটতে পারে পৃথিবীর
ভাল নেই আন্টার্কটিকা, হিসেব গুলিয়ে গেল বিজ্ঞানীদেরও, সময়ের আগেই সলিল সমাধি ঘটতে পারে পৃথিবীর
Advertisement
ABP Premium

ভিডিও

CAB News: টিকিট বণ্টন নিয়ে অডিটরের প্রশ্নের মুখে সিএবি। ABP Ananda LiveSuvendu Adhikari: '৪ ঘণ্টার জন্য অবস্থানে বসতে পারেন শুভেন্দু', কলকাতা হাইকোর্টে জানাল রাজ্য সরকার।West Bengal By Election 2024: নতুন বিধায়কদের শপথ নিয়ে রাজ্যপাল-রাজ্য সংঘাত তুঙ্গে। ABP Ananda LiveCM Mamata Banerjee: বেআইনি পার্কিং ইস্যুতে বিজেপিকে আক্রমণ মমতার। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England LIVE: স্পিন ফাঁদেই কুপোকাত ইংল্যান্ড, অক্ষর, কুলদীপের দাপটে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত
স্পিন ফাঁদেই কুপোকাত ইংল্যান্ড, অক্ষর, কুলদীপের দাপটে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত
IND vs ENG Match Highlights: মধুর প্রতিশোধ, ইংরেজদের দর্প চূর্ণ করে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত
মধুর প্রতিশোধ, ইংরেজদের দর্প চূর্ণ করে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত
Jio New 5g Plans: বাড়ল রিচার্জের খরচ, জিও-র কোন ট্যারিফ প্ল্যান কত বাড়ল? দেখুন তালিকা
বাড়ল রিচার্জের খরচ, জিও-র কোন ট্যারিফ প্ল্যান কত বাড়ল? দেখুন তালিকা
Antarctic Ice Sheet Melting: ভাল নেই আন্টার্কটিকা, হিসেব গুলিয়ে গেল বিজ্ঞানীদেরও, সময়ের আগেই সলিল সমাধি ঘটতে পারে পৃথিবীর
ভাল নেই আন্টার্কটিকা, হিসেব গুলিয়ে গেল বিজ্ঞানীদেরও, সময়ের আগেই সলিল সমাধি ঘটতে পারে পৃথিবীর
IND vs ENG: 'নিজেদের স্বাভাবিক খেলা খেলতে চাই', সেমিফাইনালে প্রত্যাশার চাপে মাথা নোয়াতে নারাজ বুমরা
'নিজেদের স্বাভাবিক খেলা খেলতে চাই', সেমিফাইনালে প্রত্যাশার চাপে মাথা নোয়াতে নারাজ বুমরা
Mamata Banerjee: নেতা-পুলিশ লোভ সংবরণ করুন, যত কেউকেটাই হোন, গ্রেফতার করা হবে, হকার ইস্যুতে কড়া বার্তা মমতার
নেতা-পুলিশ লোভ সংবরণ করুন, যত কেউকেটাই হোন, গ্রেফতার করা হবে, হকার ইস্যুতে কড়া বার্তা মমতার
Sayantika Banerjee: 'শপথ নেবেন ২ বিধায়ক, শুধু আমাকে কেন ডাকছেন রাজ্যপাল'? সন্দিগ্ধ সায়ন্তিকা
'শপথ নেবেন ২ বিধায়ক, শুধু আমাকে কেন ডাকছেন রাজ্যপাল'? সন্দিগ্ধ সায়ন্তিকা
Suvendu Adhikari: রাজভবনের সামনে ধর্নায় বসতে পারেন শুভেন্দু, তবে ৪ ঘণ্টার জন্য, আদালতে জানাল রাজ্য
রাজভবনের সামনে ধর্নায় বসতে পারেন শুভেন্দু, তবে ৪ ঘণ্টার জন্য, আদালতে জানাল রাজ্য
Embed widget