Cristiano Ronaldo: চ্যাম্পিয়ন্স লিগ ২-এ আল নাসর এফসি গোয়া বা মোহনবাগানের মুখোমুখি হলে ভারতে খেলতে আসবেন রোনাল্ডো?
AFC Champions League 2: আল নাসর ও ভারতের দুই ক্লাব মোহনবাগান ও এফসি গোয়া, সবাই চ্যাম্পিয়ন্স লিগ ২-এর পশ্চিমের গ্রুপে রয়েছে।

নয়াদিল্লি: বুধবার, যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ওমানের আল সিব ক্লাবকে পরাজিত করে এফসি গোয়া। পশ্চিম ভারতের ক্লাবের এই জয়ের সঙ্গে সঙ্গেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ (AFC Champions League 2) এক নয়, বরং দুই ভারতীয় ক্লাবের অংশগ্রহণ নিশ্চিত হয়ে যায়। গোয়ার তো মূলপর্বে খেলার ছাড়পত্র পায়ই, এছাড়া মোহনবাগান সুপার জায়ান্ট আগেই মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। এই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তেই আবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ক্লাব আল নাসরও রয়েছে।
আল নাসর ও ভারতের দুই ক্লাব মোহনবাগান ও এফসি গোয়া, সবাই চ্যাম্পিয়ন্স লিগ ২-এর পশ্চিমের গ্রুপে রয়েছে। এই দুই ক্লাবের কারুর সঙ্গে আল নাসর মুখোমুখি হলে তাহলে কি রোনাল্ডো ভারতের মাটিতে খেলতে আসতে পারেন? ভারতীয় সমর্থকদের কি রোনাল্ডোকে রক্তমাংসে সামনে থেকে খেলতে দেখার সাধ মিটবে? উত্তর সম্ভবত না।
কয়েকটি রিপোর্ট অনুযায়ী রোনাল্ডো চ্যাম্পিয়ন্স লিগ ২-এ ভারতে খেলতে আসতে পারেন বলে দাবি করা হলেও, কয়েকটি রিপোর্টে এর সম্পূর্ণ উল্টোটা দাবি করা হচ্ছে। বলা হচ্ছে রোনাল্ডো আল নাসরের সঙ্গে যে নতুন চুক্তি সই করেছেন, সেই চুক্তি অনুযায়ী তিনি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে অন্য দেশে সফর করবেন না। এই চুক্তির জেরেই তিনি ভারতে আল নাসরের ম্যাচ হলেও, খেলতে আসবেন না।
𝘾𝙖𝙨𝙩 𝘾𝙤𝙢𝙥𝙡𝙚𝙩𝙚 ✅#ACLTwo is set to feature some of Asia's top sides as we near the Official Group Stage draw tomorrow! pic.twitter.com/vjdcKhi8OP
— #ACLElite | #ACLTwo (@TheAFCCL) August 14, 2025
এফসি গোয়া, মোহনবাগানরা কাদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে নামবে, তা জানতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা করতে হবে। কালই চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বের ড্র হবে। তারপরেই সবটা জানা যাবে। এই টুর্নামেন্টে পশ্চিমাঞ্চলের দলগুলোকে চারটি পটে ভাগ করা হয়েছে— মোহনবাগান সুপার জায়ান্ট রয়েছে পট ৩-এ এবং এফসি গোয়া পট ৪-এ।
মোহনবাগান সুপার জায়ান্ট ও এফসি গোয়া একই গ্রুপে পড়বে না। কারণ, নিয়ম অনুযায়ী একই দেশের দুটি ক্লাবকে একই গ্রুপে রাখা যায় না। দুটি দলই দেশের সুরক্ষা নীতি মাথায় রেখে পট এ ও পট বি-র যে কোনও দলের বিপক্ষে পড়তে পারে। মোহনবাগানের প্রতিপক্ষ যেখানে পট ডি থেকে নির্ধারিত হবে, সেখানে এফসি গোয়ার প্রতিপক্ষ নির্ধারিত হবে পট সি থেকে।






















