(Source: ECI/ABP News/ABP Majha)
World Cup 2022: চোট আশঙ্কা, সেনেগালের প্রথম ম্যাচে অনিশ্চিত সাদিও মানে
Qatar World Cup 2022: গ্রুপ এ-তে থাকা সেনেগাল নেদারল্যান্ডসের বিরুদ্ধে আগামী সোমবার অভিযান শুরু করছে। সেই ম্যাচেই খেলতে পারবেন না মানে।
দোহা: কাতার বিশ্বকাপে খেলতে দেখা যাবে না বিশ্বের অনেক তারকা ফুটবলারকে। চোটের জন্য অনিশ্চিত মার্কো রুইস, পাওলো দিবালা, কন্তের মত ফুটবলাররা। সেই তালিকায় রয়েছেন সাদিও মানেও। বায়ার্ন মিউনিখের এই তারকা স্ট্রাইকার পায়ের চোটের জন্য খেলতে পারবেন না সেনেগালের প্রথম ম্য়াচে। তবে গোটা বিশ্বকাপে হয়ত নয়। গ্রুপ এ-তে থাকা সেনেগাল নেদারল্যান্ডসের বিরুদ্ধে আগামী সোমবার অভিযান শুরু করছে। সেই ম্যাচেই খেলতে পারবেন না মানে।
আগামী ২৫ নভেম্বর বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে খেলতে নামবে সেনেগাল। সেই ম্যাচে সাদিও মানের ফেরার ব্য়াপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। ২৯ নভেম্বর ইকুয়েডরের বিরুদ্ধে খেলতে নামবে সেনেগাল।
লন্ডনে নিলাম
ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর সপ্তাহখানেকও বাকি নেই। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ফের একবার বিশ্বজয়ের লক্ষ্যে লিওনেল মেসির নেতৃত্বে মাঠে নামতে চলেছে আর্জেন্তিনা। বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্তিনার কিংবদন্তি দিয়েগো মারাদোনার (Diego Maradona) বিখ্যাত 'হ্যান্ড অফ গড' বল (Hand of God ball) বিক্রি হয়ে গেল।
১৯৮৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে হেডে গোল করতে গিয়ে তার বদলে হাত দিয়েই বল জালে জড়িয়ে দিয়েছিলেন মারাদোনা। রেফারি ঠিকভাবে পিছন থেকে তা লক্ষ্য করতে না পারায়, গোল দেওয়াও হয়। পরবর্তীতে মারাদোনা এটির 'হ্যান্ড অফ গড' নামকরণ করেন। সেই বলই বুধবার লন্ডনে নিলামে উঠেছিল। সেই ম্যাচের রেফারি আলি বিন নাসেরের কাছে এতদিন বলটি ছিল। তবে তিনি সেটিকে এবার নিলামে তোলার সিদ্ধান্ত নেন। রিপোর্ট অনুযায়ী দুই মিলিয়ন ব্রিটিশ পাউন্ডে বলটি নিলামে বিক্রি করা হয়েছে। তবে হঠাৎ বলটিকে নিলামে কেন তোলা হল?
এতদিন ধরে বলটি যার কাছে ছিল, সেই টিউনিশায়ার রেফারি নাসের বলেন, 'এই বলটি আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের এক অংশ। আমার মতে এটিকে বিশ্বের সঙ্গে ভাগ করে নেওয়ার এটিই সেরা সময়।' কিংবদন্তি মারাদোনা ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে এই গোলটি করেছিলেন। এই গোলের চার মিনিট পরেই পাঁচ ইংরেজ ডিফেন্ডারকে কুপোকাত করে তিনি আরেকটি গোল করেন যা গত শতকের সেরা গোল হিসাবে নির্বাচিত হয়। চিরস্মরণীয় এই ম্যাচে মারাদোনার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এর আগেও নিলামে উঠেছে। এই ম্যাচে মারাদোনার পরিহিত জার্সিটি ৯.৩ মিলিয়ন ডলারে বিক্রিত হয়েছিল।