FC Barcelona: ভিয়ারিয়ালের বিরুদ্ধে হারের পরই বড় সিদ্ধান্ত, বার্সেলোনা কোচের পদ ছাড়ছেন জাভি
Xavi: জাভির তত্ত্বাবধানে গত মরশুমে লিগ ও সুপার কাপ জিতেছিল বার্সেলোনা।
বার্সেলোনা: শুক্রবার, সকলকে চমকে দিয়ে মরশুম শেষে লিভারপুলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন জুরগেন ক্লপ। তার রেশ কাটতে না কাটতেই বার্সেলোনা (Barcelona) থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন কোচ জাভি (Xavi)। দলের হতাশাজনক পারফরম্যান্সের পরই তাঁর এমন সিদ্ধান্ত। জাভির তত্ত্বাবধানে গত মরশুমে লিগ ও সুপার কাপ জিতেছিল বার্সেলোনা।
২০২১ সালের বার্সেলোনা কোচের দায়িত্ব নিয়ে ক্যাম্প ন্যু স্টেডিয়ামে প্রত্যাবর্তন ঘটান জাভি। ৪৪ বছর বয়সি বার্সা কোচ ভিয়ারিয়ালের বিরুদ্ধে দলের পরাজয়ের পরেই এই সিদ্ধান্ত ঘোষণা করেন। ভিয়ারিয়ালের বিরুদ্ধে এগিয়ে গিয়েও ৫-৩ স্কোরলাইনে ম্যাচ হারতে হয় বার্সাকে। জাভি জানান তিন বেশ কয়েকদিন আগেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে হতাশাজনক ফলাফলের পরই তিনি সরকারিভাবে এই ঘোষণা করে দেন।
ম্যাচ শেষে জাভি বলেন, 'আমি সকলকে জানাতে চাই যে আসন্ন ৩০ জুনের পর থেকে আমি আর বার্সেলোনা কোচের দায়িত্বে থাকব না। বার্সেলোনা সমর্থক হিসাবে আমি এই পরিস্থিতিটা চলতে দিতে পারি না। আমাদের এই পরিস্থিতির দ্রুত বদল ঘটানোটা দরকার। বার্সেলোনার কোচ হওয়ার দায়িত্বটা ভীষণই কঠিন। কোনওসময়ই প্রয়োজনীয় সম্মানটা পাওয়া না। তার প্রভাব তো মানসিকভাবে পড়েই। সেই প্রভাব এতটাই যে একটা সময় পরে মনে হয় যে আর সম্ভব নয়। আমার কাছের মানুষরা এই বিষয়ে অবগত।'
Xavi Hernández: "I want to announce that on June 30 I will no longer continue as the coach at Barça. I think the situation needs to change course, and as a culer, I cannot allow the current situation." pic.twitter.com/VSEfG2zRNt
— FC Barcelona (@FCBarcelona) January 27, 2024
এই সপ্তাহের মাঝপথেই অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে কোপা দে লের কোয়ার্টার ফাইনালে হারতে হয়েছিল বার্সাকে। ৪-২ স্কোরলাইনে সেই ম্যাচ হারে কাতালান ক্লাব। সপ্তাহ দু'য়েক আগে স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধেও পর্যুদস্ত হতে হয় বার্সাকে। এরপর বার্সার বড় ম্যাচ বলতে চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিরুদ্ধে রাউন্ড অফ ১৬-র ম্যাচ। মরশুম শেষেই দল ছাড়লেও তিনি দলকে ইউরোপিয়ান কাপ জেতাতে মরিয়া বলেও জানান জাভি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: চলতি মরশুম শেষেই লিভারপুলের দায়িত্ব ছাড়ছেন ক্লপ