এক্সপ্লোর
‘বাবা ছিলেন আমার জীবনে সুপার হিরো’ , বললেন বিরাট কোহলি
ভারতীয় দলের রান মেশিন বিরাট কোহলি। যে কোনও ম্যাচেই দলের সমর্থকদের নজর থাকে অধিনায়ক কোহলির ব্যাটের দিকে। একের পর এক ম্যাচে সমর্থকদের প্রত্যাশা পূরণ করে তাঁদের কাছে কার্যত ‘সুপার হিরো’ হয়ে উঠেছেন তিনি।

নয়াদিল্লি: ভারতীয় দলের রান মেশিন বিরাট কোহলি। যে কোনও ম্যাচেই দলের সমর্থকদের নজর থাকে অধিনায়ক কোহলির ব্যাটের দিকে। একের পর এক ম্যাচে সমর্থকদের প্রত্যাশা পূরণ করে তাঁদের কাছে কার্যত ‘সুপার হিরো’ হয়ে উঠেছেন তিনি। কোহলি বলেছেন, তাঁর কেরিয়ারে এমন অনেক কিছু সহজ হয়ে গিয়েছিল,কারণ, বেশ কিছু সিদ্ধান্ত তাঁর বাবা নিয়েছিলেন। কোহলির কাছে ‘সুপার হিরো’ তাঁর বাবা। কোহলি বলেছেন, ‘যতদিন বাবা বেঁচেছিলেন, ততদিন তিনি আমার কাছে সুপার হিরো ছিলেন’। কোহলি বলেছেন, ‘অনেকেই আপনাকে উত্সাহিত ও প্রেরণা অনুপ্রাণিত করতে পারেন। কিন্তু কেউ যদি আপনার সামনে উদাহরণ হয়ে দেখা দেয়, তখন তার প্রভাবটাই আলাদা হয়। আমার সামনে যেমন ছিলেন বাবা।আমি যখন ছোটবেলায় ক্রিকেট খেলতাম, তখন আমার সিদ্ধান্ত নিতেন বাবা। তিনি আমাকে বিভিন্ন বিষয়নিয়ে বলতেন।তাঁর ব্যক্তিত্ব ও সিদ্ধান্তের কারণে আমি সর্বদা মনোনিবেশ করতাম ও পরিশ্রমে ভরসা রাখতাম’। তাঁকে নিয়ে তৈরি অ্যানিমেটেড সিরিজ ‘সুপার ভি’-র লঞ্চের সময় এ কথা বলেছেন কোহলি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















