ইস্টবেঙ্গলের হেড কোচের দায়িত্বে ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার রবি ফাওলার
এবছর ইস্টবেঙ্গলের কোচিং স্টাফের তালিকা দেখে নিন...
কলকাতা: ইস্টবেঙ্গলের কোচ হচ্ছেন ইংল্যান্ডের প্রাক্তন স্ট্রাইকার তথা লিভারপুলের কিংবদন্তী ফুটবলার রবি ফাওলার। ইস্টবেঙ্গলের সঙ্গে ২ বছরের চুক্তি ফাওলারের। আইএসএলের আগে নতুন কোচ ইস্টবেঙ্গলের। ইন্ডিয়ান সুপার লিগে সদ্য অন্তর্ভুক্ত হয়েছে লাল-হলুদ ব্রিগেডের। শুক্রবার, শ্রী সিমেন্টের এমডি এইচ এম বাঙ্গুর বলেন, কিংবদন্তী রবি ফাওলারকে হেড কোচ হিসেবে নিযুক্ত করতে পেরে আমরা খুশি। চুক্তি ২ বছরের। তবে, আমরা আশাবাদী আমাদের মধ্যে দীর্ঘমেয়াদী ট্রফি-ভরা ফলপ্রসূ সম্পর্ক হবে। তিনি যোগ করেন, রবি ছাড়াও আরও সাতজন বিদেশি কোচকে যুক্ত করা হয়েছে, যাঁদের শীর্ষস্থানীয় কোচিং অভিজ্ঞতা রয়েছে। আমরা আশাবাদী আমাদের ক্লাব শুধু সফল হবে তাই নয়, আরও নতুন উচ্চতায় পৌঁছবে। এবছর ইস্টবেঙ্গলের কোচিং স্টাফ কিছুটা এরকম-- হেড কোচ: রবি ফাওলার, সহকারী কোচ: অ্যান্টনি গ্র্যান্ট, সেট পিস কোচ: টেরেন্স ম্যাক ফিলিপ্স, গোলকিপিং কোচ: রবার্ট মিম্স, স্পোর্টস বিজ্ঞানী: জ্যাক ইনম্যান, ফিজিও: মাইকেল হার্ডিং, অ্যানালিস্ট: জোসেফ ওয়ামস্লে ও ভারতীয় সহকারী কোচ: রেনেডি সিংহ