বিরাটদের হেড কোচ হওয়ার জন্য আবেদন করবেন প্রাক্তন কিউই কোচ মাইক হেসন: রিপোর্ট
ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হওয়ার জন্য আবেদন করবেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন কোচ মাইক হেসন।
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হওয়ার জন্য আবেদন করবেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন কোচ মাইক হেসন। বিসিসিআই সূত্রে খবর, আন্তর্জাতিক ক্রিকেটের সব থেকে বেশি বেতনের কোচিংয়ের চাকরি করার জন্য আগ্রহ দেখিয়েছেন তিনি।
হেসন প্রথমে কেনিয়া ক্রিকেট দলের কোচ ছিলেন। সেখানে ‘নিরপত্তাজনিত’ কারণে ওই চাকরি ছেড়ে দেন তিনি। পরে ২০১৩ সালে নিজের দেশের ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব নেন। উল্লেখ্য, তাঁর নির্দেশেই কিউই দলের অধিনায়কত্ব থেকে রস টেলরকে সরিয়ে ব্রেন্ডন ম্যাকালামকে দায়িত্ব দেওয়া হয়। যা নিয়ে বিতর্কও হয়। তবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতে নিজের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন হেসন। পরে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিরুদ্ধেও ম্যাকালামের নেতৃত্বে সিরিজ জেতে নিউজিল্যান্ড। মাইক হেসনের কোচিংয়েই ব্ল্যাকক্যাপসরা ২০১৫ বিশ্বকাপে ফাইনালের রাস্তা পাকা করে। ৬ বছর হেডস্যারের দায়িত্ব পালন করার পর ২০১৮ সালে ওই পদ থেকে সরে দাঁড়ান তিনি। নিউজিল্যান্ড ক্রিকেটের ইতিহাসে তিনিই সবথেকে বেশি সময় থাকা কোচ। ওই বছরই আইপিএল-এ কোচিং করাতে চলে আসেন হেসন। কিংস ইলেভেন পঞ্জাব তাঁকে কোচ পদে নিয়োগ করে।
এবার ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হওয়ার জন্য আবেদন করতে চলেছেন তিনি। তবে এক্ষেত্রে বিসিসিআই-এর কাছে অবশ্যই হলফনামা পেশ করতে হেসনকে। স্পষ্ট করে জানাতে হবে ‘স্বার্থের সংঘাত’-এর বিষয়ও। হেসনের এজেন্ট বিসিসিআই-কে এই বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করছেন বলেও সূত্রের খবর।
অতীতে বিশ্বজয়ী হেডস্যার গ্যারি কার্স্টেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের হেড কোচ হওয়ার জন্য আবেদন করলেও তা নাকচ হয়ে যায়। কারণ ‘স্বার্থের সংঘাত’। ক্রিকেট উপদেষ্টা কমিটির প্রথম পছন্দ হওয়া সত্ত্বেও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচকে মিতালিদের কোচ করা হয়নি। কারণ, তখন তিনি বেঙ্গালুরুর কোচ পদে কাজ করছিলেন। প্রসঙ্গত, ভারতীয় দলের ফিল্ডিং কোচ হওয়ার জন্য ইতিমধ্যেই আবেদন করেছেন জন্টি রোডস।