Novak Djokovic: সতীর্থই এখন কোচ, অস্ট্রেলিয়ান ওপেন থেকে জকোভিচের গুরুর দায়িত্বে অ্যান্ডি মারে
Novak Djokovic And Andy Murray: প্যারিস অলিম্পিক্সে শেষবার কোর্টে নেমেছিলেন মারে। এরপরই অবসর নেন তিনি। অন্য়দিকে সোনা জিতেছিলেন সেই টুর্নামেন্টেই জকোভিচ।
সার্বিয়া: এক সময়ের সতীর্থ। টেনিস কোর্টে দুই তারকার মহারণ বেশ চর্চিত। একজন ইতিমধ্যেই অবসর নিয়ে কোচিং শুরু করে দিয়েছেন। দ্বিতীয়জনও কেরিয়ারের সায়াহ্নে। এবার নোভাক জকোভিচের (Novak Djokovic) কোচের দায়িত্বে দেখা যাবে অ্যান্ডি মারে (Andy Murray)। আগামী বছর অস্ট্রেলিয়ার ওপেনের (Australian Open 2025) মঞ্চেই কোর্টে যখন মাতাবেন জোকার, তখন গ্যালারিতে তাঁর গুরুর দায়িত্বে দেখা যাবে প্রাক্তন ব্রিটিশ টেনিস প্লেয়ারকে।
প্যারিস অলিম্পিক্সে শেষবার কোর্টে নেমেছিলেন মারে। এরপরই অবসর নেন তিনি। অন্য়দিকে সোনা জিতেছিলেন সেই টুর্নামেন্টেই জকোভিচ। গত ২৩ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় জোকার ঘোষণা করেন যে মারে তাঁর পরবর্তী কোচ। বিশ্ব টেনিসের 'বিগ ফোর' বলতে বোঝা যায় নোভাক জকোভিচ, রজার ফেডেরার, রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারে। এঁদের মধ্যে একমাত্র জকোভিচ ছাড়া বাকিরা সবাই অবসর নিয়ে নিয়েছেন। ২০২২ সালে রজার অবসর নিয়েছিলেন। চলতি বছরে মারে ও রাফাও অবসর নেন। এবার ২৪ গ্র্যান্ডস্লামের মালিক জকোভিচ কবে অসবর নেন সেটাই দেখার।
View this post on Instagram
কিছুদিন আগেই এটিপি ফাইনাল থেকে নাম তুলেছিলেন জোকার। কিছুদিন আগেই নাদাল টেনিস কেরিয়ারকে বিদায় জানিয়েছেন। আরও দু বছর আগে রজার বিদায় নিয়েছিলেন। আধুনিক টেনিসের ত্রয়ীর মধ্যে একমাত্র খেলছেন জকোভিচ। ৩৭ পেরনো সার্বিয়ান টেনিস তারকাও কিন্তু তাঁর কেরিয়ারের একেবারে সায়াহ্নে। পুরুষদের টেনিস সর্বাধিক ২৪ গ্র্যান্ডস্লামের মালিক যদিও একটি গ্র্যান্ডস্লাম আরও জিততে চাইবেন। সেক্ষেত্রে পুরুষ ও নারী মিলে টেনিসে সর্বাধিক গ্র্যান্ডস্লামের মালিক হবেন জকোভিচ। শাংহাই মাস্টার্সের ফাইনালে হারের পর জকোভিচ বলছেন, ''আমি জানি না ভবিষ্যতে কী হবে। তব এই মরশুমটা ফলের নিরিখে আমার জন্য সবচেয়ে বাজে একটা মরশুম গেল। তবে আমি পরিশ্রম করব। আমি নিজেকে আরও শক্তিশালী করে তৈরি করব। পরের মরশুমে ফের কোর্টে ফিরতে চাই। আবার গ্র্যান্ডস্লামে খেলতে চাই।'' পুরুষদের টেনিসে এই মুহূর্তে সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লামের মালিক জকোভিচ। রজার ও রাফার পর কেরিয়ার শুরু করলেও তাঁদের ছাপিয়ে গিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা।
আরও পড়ুন: অ্য়াডিলেডে জিতলেই পন্টিংকে টেক্কা দেওয়ার হাতছানি রোহিতের সামনে