এক্সপ্লোর
আফগানিস্তানের কোচ হলেন ফিল সিমন্স

ছবি সৌজন্যে ট্যুইটার
কাবুল: আফগানিস্তানের কোচ হলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অল-রাউন্ডার ফিল সিমন্স। আফগানিস্তান ক্রিকেট বোর্ড ট্যুইটারে এই খবর জানিয়েছে। ফেব্রুয়ারিতে শারজায় জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে আফগানিস্তান। তার আগেই দলের দায়িত্ব নিচ্ছেন নতুন কোচ। গত জুনে টেস্ট খেলার ছাড়পত্র পেয়েছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। ভারতের বিরুদ্ধেই প্রথম টেস্ট ম্যাচ খেলবে আফগানিস্তান। সেই ম্যাচ কবে এবং কোথায় হবে, সেটা অবশ্য এখনও ঠিক হয়নি। তবে তার আগেই নয়া কোচ নিয়োগ করল আফগান ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬টি টেস্ট এবং ১৪৩টি একদিনের ম্যাচ খেলেছেন সিমন্স। ২০০২ সালে অবসর নেওয়ার পর জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবে কাজ করেছেন তিনি। তাঁর কোচিংয়েই ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর আফগানিস্তানের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন সিমন্স। এবার তিনি এই দলের প্রধান কোচ হলেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















