এক্সপ্লোর
Advertisement
পেরুকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নক-আউটে ফ্রান্স
মস্কো: রাশিয়া, উরুগুয়ের পর তৃতীয় দল হিসেবে এবারের বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা পাকা করে নিল খেতাবের অন্যতম দাবিদার ফ্রান্স। আজ গ্রুপ সি-র ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ১৯৯৮ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। ম্যাচের একমাত্র গোলদাতা কাইলিয়ান এমবাপে। ১৯ বছরের এই ফুটবলারই ইউরো কাপ বা বিশ্বকাপের মতো বড়মাপের প্রতিযোগিতায় ফ্রান্সের সর্বকনিষ্ঠ গোলদাতা হয়ে গেলেন। ১৯৯৮ সালের পরে জন্ম হওয়া ফুটবলারদের মধ্যে একমাত্র তিনিই ফ্রান্সের হয়ে বিশ্বকাপে গোল করলেন। ৩৪ মিনিটে গোল করেন এমবাপে। এরপর আর এই ম্যাচে কোনও গোল হয়নি। এর আগের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল ফ্রান্স। ফলে ২ ম্যাচে ৬ পয়েন্ট হয়ে গেল পল পোগবাদের। ২৬ তারিখ ডেনমার্কের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে খেলতে নামবে ফ্রান্স।
এর আগে আজ দিনের প্রথম ম্যাচটি ১-১ গোলে শেষ হয়। এই ম্যাচে মুখোমুখি হয়েছিল ডেনমার্ক ও অস্ট্রেলিয়া। ৭ মিনিটে গোল করে ডেনমার্ককে এগিয়ে দেন ক্রিশ্চিয়ান এরিকসেন। এরপর ৩৬ মিনিটে বক্সের মধ্যে হাতে বল লাগান ডেনমার্কের ইউসুফ পোলসেন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত নেন মাঠের রেফারি। গোল করে খেলায় সমতা ফেরান মাইল জেডিনাক। এবারের বিশ্বকাপে তাঁর জোড়া গোল হয়ে গেল। ফ্রান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচেও তিনি পেনাল্টি থেকেই গোল করেছিলেন। এই ম্যাচে দ্বিতীয়ার্ধে কোনও গোল হয়নি। ২ ম্যাচে ডেনমার্কের পয়েন্ট ৪। অস্ট্রেলিয়ার পয়েন্ট ১। ফলে শেষ ম্যাচে ফ্রান্সের সঙ্গে ড্র করলেই নক-আউটে চলে যাবে ডেনমার্ক। তারা ফ্রান্সের কাছে হেরেও পরের রাউন্ডে যেতে পারে। তবে সেক্ষেত্রে পেরুর বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জেতা চলবে না। ফলে এই গ্রুপের শেষ দু’টি ম্যাচের ফল গুরুত্বপূর্ণ হতে চলেছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement