French Open 2023 Final: ফরাসি ওপেনের ফাইনালে ইতিহাসের সামনে জকোভিচ! কোথায়, কখন দেখবেন এই ম্যাচ?
Novak Djokovic vs Casper Rudd, French Open Final: আজ ফরাসি ওপেনের ফাইনালে ক্যাসপার রুডকে হারাতে পারলেই ইতিহাস গড়বেন জোকার
কলকাতা: ফরাসি ওপেনের (French Open) সেমিফাইনালে কার্লোস আলকারাজকে হারিয়ে আজ ফাইনালে (Final) ইতিহাস গড়ার হাতছানি রয়েছে নোভাক জকোভিচের (Novak Djokovic) বিরুদ্ধে। আজ ফরাসি ওপেনের ফাইনালে রুডকে (Casper Rudd) হারাতে পারলেই ইতিহাস গড়বেন জোকার। পাশাপাশি যদিও প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপার স্বপ্ন বুনছেন নরওয়েজিয়ান টেনিস স্টার রুডও।
২০২২ এ ফাইনালে স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদালের কাছে হারেন রুড। স্বপ্ন অধরাই থেকে যায় তাঁর। যদিও এবারে নোভাক জকোভিচের বিরুদ্ধে ফাইনালে ম্যাচ জয়ের আত্মবিশ্বাস রয়েছে নরওয়ের তারকার। যদিও ফরাসি ওপেনের ফাইনালে ক্যাস্পার রুডের মোকাবিলায় নোভাক জকোভিচকেই ফেভারিট মনে করা হচ্ছে। ক্লে কোর্টে অন্যতম সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম তিনি। আলকারাজের বিরুদ্ধে সে খেলা দেখা গিয়েছে।
তবে পিছিয়ে নেই রুডও। ক্লে কোর্টে বিশেষ দক্ষতাও রয়েছে তাঁর। শক্তিশালী ফোরহ্যান্ড মারায় তাঁর দক্ষতাও রয়েছে। কোর্টের দু’প্রান্ত থেকেই ‘উইনার’ মারতে পারেন তিনি। তবে জকোভিচ যদি রক্ষণাত্মক খেলা শুরু করেন, 'আগ্রাসী' রুডের কাছে তা সমস্যার কারণ হয়ে উঠতে পারে।
জকোভিচ এবং রুড মহারণ আজ কোথায়, কখন দেখা যাবে?
রবিবার ভারতীয় সময় সাড়ে ৬টায় দেখা যাবে ফরাসি ওপেন ফাইনাল। রোলাঁ গাঁরোয় অনুষ্ঠিত এই খেলাটি ভারতে বসে দেখা যাবে সোনি টেন নেটওয়ার্কে। পাশাপাশি সোনি লিভ-এও লাইভ দেখা যাবে।
পুরুষদের টেনিসে ২২টি করে গ্ল্যান্ডস্লাম জিতেছেন নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল এবং কিংবদন্তি রজার ফেডেরার। এরমধ্যে অবসর নিয়েছেন ফেডেরার। রাফায়েল নাদালের চোট। পরের বছর তিনিও কোর্ট ছাড়তে চলেছেন। এবার ২৩তম গ্র্যান্ডস্লাম জিতে দুই কিংবদন্তিকে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকছে নোভাক জকোভিচের সামনে। সম্ভাবনাও রয়েছে। এর আগে রুডের বিরুদ্ধে ৪-০ এগিয়ে জকোভিচ। শেষ বার দু’জনে মুখোমুখি হয়েছিলেন ২০২২ এটিপি ফাইনালসে। জকোভিচ জেতেন ৭-৫, ৬-৩। ফাইনালে উঠে জোকার যেন আগাম জানিয়ে দিলেন আরও একটা গ্র্যান্ডস্লাম কেবল সময়ের অপেক্ষা।
আরও পড়ুন, নিজের হাতে ৮ হাজার গাছকে সন্তানস্নেহে পালন, ১১২ বছরেও কীর্তি গড়ে চলেছেন ভারতের 'বৃক্ষ-মাতা'