Chakda Xpress Teaser: প্রকাশ্যে টিজার, উচ্ছ্বসিত তাপসী, ঝুলনের চরিত্রে কেমন লাগছে অনুষ্কাকে?
Jhulan Goswami Biopic: প্রকাশ্যে এল ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক 'চাকদহ এক্সপ্রেস'-এর টিজার। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। যিনি এই সিনেমায় ঝুলনের চরিত্রে অভিনয় করছেন।
মুম্বই: প্রকাশ্যে এল ক্রিকেটার ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) বায়োপিক 'চাকদহ এক্সপ্রেস'-এর টিজার। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। যিনি এই সিনেমায় ঝুলনের চরিত্রে অভিনয় করছেন।
পর্দায় তাঁকে দেখা যাবে ফাস্টবোলার হিসাবে। দীর্ঘ তিন বছর পর ফিরছেন বিরাট ঘরনি। বৃহস্পতিবার সকালে অনুষ্কা জানিয়ে দিলেন, ঝুলন গোস্বামীর বায়োপিকে নাম ভূমিকায় থাকছেন তিনিই। ছবির নাম ‘চাকদহ এক্সপ্রেস’। গত বছরের শেষে শোনা গিয়েছিল প্রযোজক হিসাবে পরিচালক প্রসিত রায়ের এই প্রোজেক্টের পাশে থাকলেও অভিনয় করবেন না। কিন্তু সব জল্পনায় জল ঢেলে দিলেন অনুষ্কা।
২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল অভিনেত্রীর শেষ ছবি ‘জিরো’। গত বছর জানুয়ারিতে মা হন তিনি। আগামী সপ্তাহেই এক বছর পূর্ণ করবে ভামিকা। অবশেষে মেয়েকে সামলে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফেরার পালা অনুষ্কার।
টিজারে দেখা যাচ্ছে, ইডেন গার্ডেন্সে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে নামছেন ঝুলন-রূপী অনুষ্কা। তার আগে পুরুষ ক্রিকেটারদের জার্সিতে নামের জায়গাটা ঢেকে জার্সি পরছেন মহিলারা। গোটা সিনেমা জুড়েই মহিলা ক্রিকেটারদের বঞ্চনা, লড়াই আর সংকল্পের গল্প বলা হবে। দেখানো হবে, কীভাবে লোকাল ট্রেনে চাকদহ থেকে রোজ সকালে কলকাতায় আসা তরুণী হয়ে উঠলেন মহিলাদের ক্রিকেটে কিংবদন্তি।
সোশ্যাল মিডিয়ায় টিজার পোস্ট করে অনুষ্কা লিখেছেন, ‘এই ছবিটা খুব স্পেশ্যাল, কারণ এটা আত্মত্যাগের গল্প। এই ছবি ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবন কাহিনি দ্বারা অনুপ্রাণিত। মহিলা ক্রিকেট নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে এই ছবি। যখন ঝুলন ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিল, তখন মেয়েদের জন্য খেলার দুনিয়ায় পা রাখাটাই ছিল বড় চ্যালেঞ্জ। এই ছবিতে এমন অনেক গল্প উঠে আসবে যা ঝুলনের জীবনকে, মহিলা ক্রিকেটকে একটা দিশা দেখিয়েছে’।
অনুষ্কা আরও লিখেছেন, 'আমাদের স্যালুট জানানো উচিত ঝুলন গোস্বামী ও তাঁর সহকর্মীদের ভারতীয় মহিলা ক্রিকেটের অভ্যুত্থান ঘটানোর জন্য। এটা তাঁদের পরিশ্রম, প্যাশন আর হার না মানার অদম্য জেদের ফল যা মহিলা ক্রিকেটকে চর্চার কেন্দ্রবিন্দুতে এনে দাঁড় করিয়েছে। আগামী প্রজন্ম ঝুলনদের কাছে কৃতজ্ঞ থাকবে। ঝুলনের গল্পটা সত্যি ভারতীয় ক্রিকেটের ইতিহাসের এক আন্ডারডগের গল্প, এই ছবিতে আমরা ওর সেই স্পিরিটটাই সেলিব্রেট করব'।
আরও পড়ুন: মায়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা কোহলির, পোস্ট ভাইরাল
খুব শীঘ্রই শুরু হবে প্রসিত রায়ের ‘চাকদহ এক্সপ্রেস’-এর শ্যুটিং। টিজারে বাংলাও বলতে শোনা যাচ্ছে অনুষ্কাকে। এদিকে, টিজার দেখে উচ্ছ্বসিত তাপসী পান্নু। যিনি মিতালি রাজের বায়োপিকে অভিনয় করছেন নাম ভূমিকায়।