এক্সপ্লোর
Advertisement
ধোনির এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না, চ্যালেঞ্জ গম্ভীরের, কোন রেকর্ড?
সচিন তেন্ডুলকরের সেঞ্চুরির রেকর্ড একদিন ভেঙে যেতে পারে। কেউ একদিন রোহিত শর্মার থেকে বেশি ওয়ান ডে ডাবল সেঞ্চুরিও করে ফেলতে পারে। কিন্তু আবার কোনও ভারতীয় ক্যাপ্টেনের পক্ষে তিনটি আইসিসি ট্রফি জেতা সম্ভব নয়, এমনটাই মনে করছেন প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর।
নয়াদিল্লি : সচিন তেন্ডুলকরের সেঞ্চুরির রেকর্ড একদিন ভেঙে যেতে পারে। কেউ একদিন রোহিত শর্মার থেকে বেশি ওয়ান ডে ডাবল সেঞ্চুরিও করে ফেলতে পারে। কিন্তু আবার কোনও ভারতীয় ক্যাপ্টেনের পক্ষে তিনটি আইসিসি ট্রফি জেতা সম্ভব নয়, এমনটাই মনে করছেন প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সম্প্রতি অবসর নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর পাঁচটি রেকর্ড এখনও অক্ষত রয়েছে। সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচে (৩৩২ )নেতৃত্ব দেওয়া, অধিনায়ক হিসেবে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ফাইনাল জেতা, একদিনের ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে বেশি নটআউট (৮৪) থাকার রেকর্ড থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি স্টাম্পিং-এর (১২৩) রেকর্ডও উইকেটকিপার ধোনির দখলে। আর ধোনিই একমাত্র অধিনায়ক যিনি তিনটি আইসিসি টুর্নামেন্ট জিতেছেন। ধোনির নেতৃত্বে ভারত ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপ জেতে। ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতে ধোনির ভারত।
ধোনির সতীর্থ, ২০০৭ এবং ২০১১ বিশ্বকাপ ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস খেলা গম্ভীর চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন। তাঁর মতে, ধোনির একটা রেকর্ড আজীবন অক্ষত থেকে যাবে। তিনি বলেন, "ধোনির দুটি বিশ্বকাপ এবং একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কীর্তি আজীবন থেকে যাবে। বাজি ধরে বলতে পারি আর কোনও ভারতীয় অধিনায়কের পক্ষে এই কীর্তি ভাঙা সম্ভব নয়। রোহিত শর্মার দুশো রানের কীর্তিও হয়তো একদিন ভেঙে যাবে। কিন্তু ধোনির এই কীর্তি কেউ ভাঙতে পারবে না। "
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
অফবিট
Advertisement