এক্সপ্লোর
Advertisement
‘তোমার জন্য কিছু করতে পারব না, বন্ধু...’, ট্যুইটে গুরুতর প্রশ্ন গম্ভীরের
নয়াদিল্লি: ভারতীয় দলে এখন নেই গৌতম গম্ভীর। কিন্তু সামাজিক কাজকর্মের জন্য প্রায়ই সংবাদের শিরোনামে আসেন ভারতের এই তারকা ব্যাটসম্যান। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাঁর অনেক মন্তব্যই শোরগোল ফেলেছে। এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তিনি এমন এক গুরুতর প্রশ্ন তুলেছেন, যার জবাব দেওয়ার কাজটা খুবই কঠিন। গম্ভীর ট্যুইটারে এক হতদরিদ্র শিশুকন্যার ছবি পোস্ট করেছেন। ছবির পিছনে জ্বলছে আগুন। ছবিটির ওপর লেখা, ‘হম তেরে লিয়ে কুছ নেহি কর সকতে হ্যায় দোস্ত, হামে আভি কয়ি মন্দির অউর মসজিদ বনানে হ্যায়।’ অর্থাৎ, ‘বন্ধু, আমরা তোমার জন্য কিছু করতে পারব না, আমাদের এখনও আরও মন্দির-মসজিদ বানাতে হবে।’ ট্যুইটারে বাঁহাতি ব্যাটসম্যান লিখেছেন, ‘স্বাধীনতার ৭০ বছরেও আমি আমার এই ছোট্ট বন্ধুর প্রশ্নের জবাব খুঁজে চলেছি। কারুর কাছে কি কোনও জবাব রয়েছে?
স্বাধীনতার ৭০ বছর পরও দেশের বহু মানুষ দারিদ্র্যের সঙ্গে লড়াই করছেন। ক্ষুদার আগুন এখনও সমানে জ্বলছে।কিন্তু এখনও মন্দির-মসজিদ অনর্থক লড়াই সমানে চলছে। গম্ভীর তাঁর ট্যুইটে এই জ্বলন্ত সমস্যার প্রতিই সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।
In d 70th year of independence I am still searching for a reply for my young friend. Any suggestions? pic.twitter.com/JzMPPcd9jI
— Gautam Gambhir (@GautamGambhir) August 8, 2017
উল্লেখ্য, সম্প্রতি অভুক্ত মানুষদের মুখে খাবার তুলে দিতে নয়া উদ্যোগ নিয়েছে গম্ভীর। এ বিষয়ে ইতিমধ্যেই কাজও শুরু করে দিয়েছে গৌতম গম্ভীর ফাউন্ডেশন।
কিছুদিন আগে পশ্চিম দিল্লির পশ্চিম পটেল নগরে আনুষ্ঠানিক ভাবে এর সূচনা করেন তাঁর ফাউন্ডেশন। সেদিন নিজে দাঁড়িয়ে থেকে এর তত্ত্বাবধান করেন গম্ভীর। পটেল নগরে গড়ে তোলা হয়েছে একটি কমিউনিটি কিচেন। বছরের প্রত্যেকটি দিনই এখানে বিনামূল্যে খাবার পাবেন দুঃস্থ-অসহায় মানুষেরা।
এ বিষয়ে ট্যুইট করে গম্ভীর বলেন, বিশ্বকাপ জিতেছি, আইপিএল জিতেছি, এখন মানুষের হৃদয় জয় করতে চাই।
Compassion in my heart, a plate in my hand & a prayer on my lips 'No one should sleep hungry' #ggf #communitykitchen1 pic.twitter.com/EsZEG84rVI — Gautam Gambhir (@GautamGambhir) July 31, 2017
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement