এক্সপ্লোর
নভদীপ সাইনি ভারতীয় দলে ডাক পাওয়ার পর বেদি-চেতন চৌহানকে একহাত নিলেন গম্ভীর
1/11

গত রঞ্জি ট্রফির সেমিফাইনালে তাঁর দুরন্ত স্পেল বিপক্ষ ব্যাটসম্যানদের সমস্যায় ফেলে দিয়েছিল। নভদীপ বলেছেন, বাংলার বিরুদ্ধে এই স্পেলের আগে তিনি রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে দক্ষিণ আফ্রিকায় ভারতের এ দলের হয়ে খেলেছিলেন। এবারের আইপিএলে তাঁরে ৩ কোটি টাকায় কিনেছিল আরসিবি। সেখানে আশিষ নেহরার নজরদারিতে বোলিংয়ের পেস বাড়ান তিনি। সুইংয়ের নিয়ন্ত্রণ আসে। যদিও এই সিজনে একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি তিনি।
2/11

নভদীপ বলেছেন, কয়েকটি ম্যাচের পরই গম্ভীর তাঁকে বলেছিলেন যে, কঠোর পরিশ্রম করলে একদিন ভারতীয় দলে অবশ্যই সুযোগ পাবেন তিনি। গম্ভীরের প্রতি কৃতজ্ঞ নভদীপ বলেছেন, আমার মধ্যে যে প্রতিভা রয়েছে তা আমার আগেই টের পেয়েছিলেন গৌতমভাই। সেই দিনগুলোর কথা এখন যখন ভাবি, তখন হাসি চলে আসে।
Published at : 12 Jun 2018 06:51 PM (IST)
View More
POWERED BY
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















