এক্সপ্লোর
Advertisement
সারওয়ানের বিরুদ্ধে বিষোদগারের জন্য সাজা হচ্ছে গেইলের, ইঙ্গিত ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রধানের
একইসঙ্গে তিনি আশাপ্রকাশ করেছেন, এই শাস্তি পাওয়ার ফলে গেইলের কেরিয়ার শেষ হয়ে যাবে না।
কিংস্টন: ইউটিউবে আপলোড করা ভিডিওতে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটসম্যান রামনরেশ সারওয়ানকে আক্রমণ করায় সাজা পেতে পারেন ক্রিস গেইল। এমনই ইঙ্গিত দিয়েছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান রিকি স্কারিট। তবে একইসঙ্গে তিনি আশাপ্রকাশ করেছেন, এই শাস্তি পাওয়ার ফলে গেইলের কেরিয়ার শেষ হয়ে যাবে না।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল জামাইকা তালাওয়াস গেইলকে ধরে রাখেনি। সেই দলে জায়গা না পেয়ে মার্কি প্লেয়ার হিসেবে সেন্ট লুসিয়া জুকসে সই করেছেন তিনি। কিন্তু তারপরেও সারওয়ানের উপর থেকে তাঁর রাগ যায়নি। তাঁর অভিযোগ, সারওয়ানের জন্যই তাঁকে দল ছাড়তে হল। নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওতে গেইল বলেছেন, ‘সারওয়ান, তুমি এখন করোনা ভাইরাসের চেয়েও ভয়াবহ। তালাওয়াসে যা হয়েছে, তাতে সারওয়ানের বড় ভূমিকা ছিল। সারওয়ান, তুমি আমার জন্মদিনের অনুষ্ঠানে অনেক কথা বলেছিলে। তুমি একটা সাপ। তুমি প্রচণ্ড প্রতিহিংসাপরায়ণ। তুমি এখনও পরিণত হওনি, পিঠে ছুরি মারছো। সবার চোখে তুমি সন্ত, কিন্তু আসলে তুমি শয়তান। তুমি খেলোয়াড়দের মুখ বন্ধ করতে চাইতে।’
গেইলের এই অভিযোগ নিয়ে ক্যারিবিয়ান ক্রিকেটমহলে হইচই শুরু হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডও নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে। এ বিষয়ে স্কারিট জানিয়েছেন, ‘আমি নিশ্চিত, ক্রিসের সঙ্গে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের কর্তাদের কথা হয়েছে। কারণ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কিছু নিয়ম আছে। ক্রিস যেহেতু একটি ফ্র্যাঞ্চাইজিতে সই করেছে, তাই ওর ক্ষেত্রে সেই নিয়মগুলি প্রযোজ্য হবে। তবে আশা করি এর ফলে ওর কেরিয়ার শেষ হয়ে যাবে না।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement