(Source: ECI/ABP News/ABP Majha)
Sourav Ganguly Update: রাহানে, পূজারাকে কড়া বার্তা, কী বললেন সৌরভ?
Sourav Ganguly Update: এবার ২ অভিজ্ঞ ব্যাটারকে কড়া পরামর্শ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বিসিসিআই সভাপতির বার্তা খারাপ পারফরম্যান্স কাটাতে রঞ্জি ট্রফিতে খেলুক রাহানে, ও পূজারা।
মুম্বই: খারাপ ফর্ম অব্যাহত। একের পর এক সিরিজে সুযোগ পেয়েও ব্যাট হাতে রান পাননি অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারা। এবার ২ অভিজ্ঞ ব্যাটারকে কড়া পরামর্শ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বিসিসিআই সভাপতির বার্তা খারাপ পারফরম্যান্স কাটাতে রঞ্জি ট্রফিতে খেলুক রাহানে, ও পূজারা। এবারের রঞ্জি ট্রফির প্রথম পর্বের লিগ ম্য়াচ শুরু হবে ১০ ফেব্রুয়ারি। সৌরভ এক সাক্ষাৎকারে বলছেন, ''রাহানে, পূজারা ২ জনেই দুর্দান্ত ক্রিকেটার। আশা করি ওরা রঞ্জি ট্রফিতে নামবে। আমি নিশ্চিত ওরা এবারের রঞ্জিতে খেলবে। এখানে কোনও সমস্যা দেখছি না। রঞ্জিতে ভাল পারফর্ম করে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসুক ওরা। রঞ্জি ঐতিহ্যশালী ও অনেক বড় টুর্নামেন্ট। আমরা সবাই সেখানে খেলেছি।''
সৌরভ আরো বলেন, ''ওরা ২ জনে এর আগেও জাতীয় দলে খেলার সময় রঞ্জিতে খেলেছে, যখন ওরা সীমিত ওভারের ফর্ম্যাটে খেলত না, শুধু টেস্টে খেলত। তাই এখনও ওদের রঞ্জিতে খেলতে কোনও সমস্যা হওয়ার কথা নয়। ওখানে গিয়েই পারফর্ম করা উচিত ওদের।''
এদিকে, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে রঞ্জির প্রথম লেগের ম্যাচগুলো। অর্থাৎ লিগ পর্বের ম্যাচগুলো। মার্চের ১৫ তারিখ পর্যন্ত চলবে এই লিগ পর্যায়ের ম্যাচ। এরপর আইপিএল রয়েছে। আইপিএলের পর ফের মে মাসের ৩০ তারিখ থেকে শুরু হয়ে আগামী ২৬ জুন পর্যন্ত চলবে নক আউট পর্বের ম্যাচ। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন বিসিসিআই সচিব জয় শাহ।
বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এবারের টুর্নামেন্টে মোট ৬৪টি ম্যাচ খেলা হবে ৬২ দিনে। প্রথম ফেজে মোট ৫৭টি ম্যাচ খেলা হবে। আর দ্বিতীয় পর্বে রয়েছেন ৭টি নক আউট খেলা। সেগুলো হল চারটে কোয়ার্টার ফাইনাল, ২ টো সেমিফাইনাল ও ফাইনাল। এলিট গ্রুপের ম্যাচগুলো খেলা হবে যথাক্রমে রাজকোট, কটক, চেন্নাই, আমদাবাদ, ত্রিবান্দ্রাম, দিল্লি, হরিয়ানা, গুয়াহাটিতে। প্লেট লিগের ম্যাচগুলো খেলা হবে কলকাতায়।