Neeraj Chopra: প্যারিস অলিম্পিক্সে সোনা জয়ই পাখির চোখ, দক্ষিণ আফ্রিকায় অনুশীলনে মগ্ন নীরজ
Neeraj Chopra Practice: পাখির চোখ আরও একটা অলিম্পিক্স সোনা। তাই নিজেকে পুরো অনুশীলনে ডুবিয়ে রেখেছেন নীরজ। এই মূহূর্তে দক্ষিণ আফ্রিকায় অনুশীলন সারছেন তিনি।
নয়াদিল্লি: টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। এবার সামনে প্যারিস অলিম্পিক্সে। দেশের হয়ে ফের সোনার জয়ের জন্য প্রত্যয়ী নীরজ চোপড়া। জ্যাভলিনকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন এই তরুণ অ্যাথলিট। পাখির চোখ আরও একটা অলিম্পিক্স সোনা। তাই নিজেকে পুরো অনুশীলনে ডুবিয়ে রেখেছেন নীরজ। এই মূহূর্তে দক্ষিণ আফ্রিকায় অনুশীলন সারছেন তিনি। সেখানেই ট্র্যাকে প্র্যাক্টিসের সঙ্গে সঙ্গে জিমেও ঘাম ঝড়াচ্ছেন তিনি। সম্প্রতি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপস পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে কীভাবে নিজের প্রস্তুতি সারছেন ভারতের 'সোনার ছেলে'। সেখানে লেখা হয়েছে, ঘরের ছেলে নীরজ প্রস্তুতি সারছেন, ঘাম ঝড়াচ্ছেন দক্ষিণ আফ্রিকায়।
View this post on Instagram
২০১৮ সালে কমনওয়েলথ গেমসে নেমেই ভাল ফল করেছিলেন। জাকার্তা এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন তিনি। ৮৮.০৬ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন তিনি। ২০১৮ কমনওয়েলথ গেমসে ৮৬.৪৭ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন তিনি। সেখানে সোনা জেতেন। ২০২১ টোকিও অলিম্পিক্সে নীরজ সবার নজর কেড়ে নেন। ৮৭.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জিতে নেন।
টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জয় কোথাও একটা বদলে দিয়েছিল নীরজের জীবন। এই পডকাস্টে এক সাক্ষাৎকারে তরুণ জ্যাভলিন থ্রোয়ার বলেন, ''আমার জীবনে ২০১১ সালটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমি প্রথম স্টেডিয়াম গিয়েছিলাম। আমি ছোট থেকেই একটু মোটা ছিলাম। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করত। তাঁরা অনেকেই আমাকে বলেছিল যে আমি খেলার দুনিয়ায় কিছুই করতে পারব না। কিন্তু আমি তাঁদের ভুল প্রমাণ করাতে চেয়েছিলাম।''
জুরিখে এ বার বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা রজার ফেডেরারের সঙ্গে দেখা হয়েছে ভারতের জ্যাভলিন স্টার নীরজ চোপড়ার। সোশ্যাল মিডিয়ায় নীরজ সেই ছবি শেয়ার করেছিলেন।
কিছুদিন আগেই নীরজ চোপড়া জানিয়েছিলেন তাঁর প্রিয় বোলারের নাম। নীরজ চোপড়া এবার জানালেন, তাঁর প্রিয় বোলার কে। বিশ্বকাপে দুরন্ত ছন্দে ছিলেন মহম্মদ শামি। ৭ ম্য়াচে ২৪ উইকেট নিয়ে তিনিই হয়েছিলেন টুর্নামেন্টের সেরা বোলার। তবে শামি নন, জ্যাভলিনে বিশ্বচ্যাম্পিয়ন নীরজ চোপড়ার পছন্দের বোলার যশপ্রীত বুমরা।