India vs Rest of World: স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে বিশ্ব একাদশের বিরুদ্ধে ম্যাচ খেলবেন রোহিতরা ?
India vs Rest of World XI: ২২ থেকে ২৬ জুলাই বার্মিংহ্যামে আয়োজিত আইসিসির বার্ষিক সভায় বিসিসিআইয়ের তরফে বাকি বোর্ডগুলির কাছে তাদের কিছু খেলোয়াড়দেক এই ম্যাচ খেলার ছাড়পত্র দেওয়ার আবেদন করা হবে বলে খবর।
নয়া দিল্লি : এবছর ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হতে চলেছে। আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে বছরটাকে স্মরণীয় করে রাখতে ভারত সরকারের তরফে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশে ক্রিকেটের জনপ্রিয়তা এবং জনজীবনে খেলার গুরুত্ব বোঝাতে আগ্রহী সরকার। সেই কারণে সরকারের তরফে এবার একটি প্রস্তাবনা পাঠানো হল বিসিসিআইয়ের (BCCI) কাছে। তাতে অবশিষ্ট বিশ্ব একাদশের বিরুদ্ধে ২২ অগাস্ট ভারতীয় দলকে একটি ম্যাচ খেলার আহ্বান জানানো হয়েছে। সংস্কৃতিমন্ত্রক বিদেশি ক্রিকেটারদের আনার জন্য ভারতীয় বোর্ডের সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা শুরু করেছে। ‘আজাদি কা অমৃত মহোৎসব’ অভিযানের অন্তর্গত এই ম্যাচ। তবে এই ম্যাচের বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বিদেশি ক্রিকেটারদের দেশে আনার জন্য বেশ কিছু জিনিসপত্রের ব্যবস্থা করতে হবে, যা একটু সময়সাপেক্ষ। এক বিসিসিআই আধিকারিক এবিষয়ে জানান, ‘ভারত বনাম বিশ্ব একাদশের একটি ম্যাচ আয়োজনের জন্য সরকারের তরফে আমাদের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। অবশিষ্ট বিশ্ব একাদশের জন্য আমাদের অন্তত ১৩-১৪ জন আন্তর্জাতিক ক্রিকেটারের প্রয়োজন। ওঁদের সেই সময়ে পাওয়া যাবে কি না, সেটাও আমাদের দেখতে হবে।’
আইসিসির বার্ষিক সভায় হবে আলোচনা-
২২ থেকে ২৬ জুলাই বার্মিংহ্যামে আইসিসির বার্ষিক সভা আয়োজিত হবে। এই সভাতেই বিসিসিআইয়ের তরফে বাকি বোর্ডগুলির কাছে তাদের কিছু খেলোয়াড়কে এই ম্যাচ খেলার জন্য ছাড়পত্র দেওয়ার আবেদন করা হবে বলে খবর। ওই সময়েই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়র লিগও শুরু হয়ে যাবে। তাই বিদেশি তারকাদের আনতে কিছু ব্যয় বোর্ডকে করতে হবে কি না, সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে।
এই ম্যাচ আয়োজিত হলে তা ফ্রেন্ডলি না আন্তর্জাতিক, কী ধরনের ম্যাচ হিসাবে গণ্য করা হবে, সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে তা দিল্লির কোটলা ময়দানে খেলা হতে পারে বলে খবর। ম্যাচের জন্য ভারতীয় তারকাদের পেতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়।
ম্যাচে রোহিত, পন্থদের খেলতে দেখা যেতে পারে-
জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০ অগাস্ট সিরিজ শেষ হচ্ছে। সেই সিরিজের সঙ্গে যুক্ত তারকাদের হয়তো এই ম্যাচে পাওয়া যাবে না। এই সিরিজে রোহিত শর্মা, ঋষভ পন্থদের মতো তারকারা হয়তো খেলবেন না। তাই বিশ্ব একাদশের বিরুদ্ধে তাঁদের যে পাওয়া যাবে, তা প্রায় নিশ্চিত। কোন বিদেশি ক্রিকেটারদের সেই সময় পাওয়া যাবে, এটাই হল আসল প্রশ্ন।
আরও পড়ুন: মাত্র ১ রানে আউট হয়েও ওভারের মাঝে খোশমেজাজে নাচ বিরাট কোহলির