এক্সপ্লোর
ডোপিং-বিরোধী নতুন আইনে হতে পারে কারাদণ্ড
![ডোপিং-বিরোধী নতুন আইনে হতে পারে কারাদণ্ড Government Mulls Jail Term For Doping Under New Law ডোপিং-বিরোধী নতুন আইনে হতে পারে কারাদণ্ড](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/04/27182605/man-prison-AP.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Prison Visitor Fee
নয়াদিল্লি: ডোপিং রুখতে নতুন আইনের কথা ভাবছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। এই আইনে কারাদণ্ডের সংস্থান রাখা হচ্ছে। যে অ্যাথলিট বা কোচ ডোপিংয়ের দায়ে ধরা পড়বেন, তাঁদের কঠোর সাজা দেওয়ার জন্যই নতুন আইন চালু করার উদ্যোগ নিয়েছে ক্রীড়া মন্ত্রক। জার্মানি, অস্ট্রেলিয়ার মতো দেশে ডোপিংয়ের ক্ষেত্রে এই ধরনের কড়া আইন আছে। এবার ভারতেও কঠোর আইন চালু হতে পারে।
সম্প্রতি ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল বলেন, ডোপিংয়ের দায়ে ধরা পড়াই অ্যাথলিটদের কাছে শাস্তিস্বরূপ। ফলে ডোপিংকে অপরাধমূলক ঘটনা হিসেবে দেখার দরকার নেই। কিন্তু আজ তিনি বলেছেন, ডোপিং জুনিয়র পর্যায়েও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই কারণে অ্যাথলিটদের মনে ভীতি তৈরি করার জন্যই ডোপিংয়ের ঘটনায় কারাদণ্ডের সাজার কথা ভাবা হচ্ছে।
জাতীয় ডোপ-বিরোধী সংস্থার (নাডা) ডিরেক্টর জেনারেল নবীন অগ্রবাল বলেছেন, গত তিন বছরে ডোপিং রোখার ক্ষেত্রে বিশ্বের সেরা তিন দেশের মধ্যে আছে ভারত। নিষিদ্ধ পদার্থ সেবন করার দায়ে ১১৭ জন অ্যাথলিটকে সাজা দেওয়া হয়েছে। প্রতি বছর অন্তত ৭,০০০ অ্যাথলিটকে পরীক্ষা করা হচ্ছে। কোচ যাতে অ্যাথলিটদের নিষিদ্ধ পদার্থ গ্রহণ করতে উৎসাহ না দেন, সেদিকে নজর রাখা হচ্ছে। পাশাপাশি কঠোর শাস্তির কথাও ভাবা হচ্ছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)