GT vs CSK, IPL 2023 Qualifier 1 Live: বল হাতে অনবদ্য পারফরম্যান্স জাডেজা-থিকসানার গুজরাতকে ১৫ রানে হারিয়ে ফাইনালে সিএসকে
IPL 2023, Qualifier 1, GT vs CSK: এখনও পর্যন্ত টুর্নামন্টের ইতিহাসে মোট ৩ বার দুটো দল আমনে সামনে হয়েছে। প্রত্যেক বারই জয় ছিনিয়ে নিয়েছে গুজরাত শিবির।
LIVE
Background
চেন্নাই: প্রায় দু মাসের কাছাকাছি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে আইপিএলের (IPL 2023) প্লে অফে জায়গা করে নিয়েছে চারটি দল। গুজরাত টাইটান্স, চেন্নাই সুপার কিংস, লখনউ সুপারজায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। আজ টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে খেলতে নামছে গুজরাত ও চেন্নাই (CSK vs GT)। এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচও মুখোমুখি হয়েছিল এই ২ দলই। যদিও সেই খেলাটি ছিল আমদাবাদে। যা গুজরাত টাইটান্সের হোম গ্রাউন্ড। তবে আজকের ম্যাচটি হবে চিপকে।
লিগ টেবিলে শীর্ষে থেকে প্লে অফে পৌঁছেছে গুজরাত টাইটান্স। তাঁরা আগের বারের চ্যাম্পিয়ন। টুর্নামেন্টে অভিষেকেই গত বছর খেতাব ঘরে তুলেছিল হার্দিক পাণ্ড্যর দল। এবারও তারা দুর্দান্ত ফর্মে রয়েছেন শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধেও ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে গুজরাত শিবির। অন্যদিকে চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছে। তারা লিগে নিজেদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৭৭ রানে জয় ছিনিয়ে নিয়েছিল।
২ দলেরই ব্য়াটিং অর্ডার ভীষণ শক্তিশালী। গুজরাতের প্লাস পয়েন্ট শুভমনের রেড হট ফর্ম। চলতি টুর্নামেন্টে দুটো সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন। বিরাট কোহলির মুখের সামনে থেকে জয় ছিনিয়ে এনেছেন শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে। এছাড়াও বিজয় শঙ্কর, ডেভিড মিলার প্রত্যেকেই ফর্মে রয়েছেন। বোলিং ডিপার্টমেন্টে রশিদ খান, মহম্মদ শামি রয়েছেন। ২ জনেই পার্পল ক্য়াপ জয়ের দৌড়ে প্রথম দুটো স্থানে রয়েছেন।
চেন্নাইয়ের ওপেনিং জুটি প্রতি ম্যাচেই প্রায় ধারাবাহিক। কনওয়ে-রুতুরাজ ২ জনেই ফর্মে রয়েছেন। রাহানে তিনে ভরসা জোগাবেন। এছাড়া দুবের ব্য়াট হাতে ধারাবাহিকতা প্লাস পয়েন্ট। চেন্নাইয়ের বোলিং লাইন আপ কিছুটা তরুণ। কিন্তু ধোনি খুব সুন্দরভাবে ব্য়বহার করছেন তুষার, পাথিরানাদের।
এখনও পর্যন্ত টুর্নামন্টের ইতিহাসে মোট ৩ বার দুটো দল আমনে সামনে হয়েছে। প্রত্যেক বারই জয় ছিনিয়ে নিয়েছে গুজরাত শিবির। ঘরের মাঠে চেন্নাইয়ের সামনে সুযোগ থাকছে খাতা খোলার।
GT vs CSK Qualifier 1 Live: ফাইনালে সিএসকে
দুরন্ত অলরাউন্ড বোলিং পারফরম্যান্সে ফাইনালে পৌঁছল সিএসকে। রশিদের ৩০ রানের লড়াকু ইনিংস সত্ত্বেও ১৫৭ রানেই অলআউট হয়ে গেল গুজরাত টাইটান্স।
GT vs CSK Live: গুজরাত ব্যাটিংয়ে ভাঙন
পরপর দুই ওভারে বিধ্বংসী ওপেনার ডেভিড মিলারকে ৪ ও পরপর দুই সেঞ্চুরি হাঁকানো শুভমন গিলকে ৪২ রানে সাজঘরে ফেরত পাঠাল সিএসকে। ৮৮ রানে পাঁচ উইকেট হারিয়ে বিরাট চাপে গুজরাত। টাইটান্সের জয়ের জন্য এখনও ৪১ বলে ৮৫ রানের প্রয়োজন।
GT vs CSK Qualifier 1 Live: তৃতীয় সাফল্য
দাসুন শানাকার মন্থর গতির ইনিংস শেষ হল। ১৬ বলে ১৭ রান করে সাজঘরে ফিরলেন শানাকা। ৭২ রানে তৃতীয় উইকেট হারাল গুজরাত। ১১ ওভার শেষে গুজরাতের স্কোর ৭৪/৩।
GT vs CSK Live: চাপে গুজরাত
পাওয়ার প্লেতে দুর্দান্তভাবে শুরুটা করল চেন্নাই। শুরুর দিকে ১২ রানে ঋদ্ধিমান সাহা আউট হন। তারপর পাওয়ার প্লের শেষ ওভারে হার্দিক পাণ্ড্যকে ৮ রানে সাজঘরে ফেরালেন মাহিশ থিকসানা। ৬ ওভার শেষে গুজরাতের স্কোর ৪১/২।
GT vs CSK Qualifier 1 Live: গুজরাতের টার্গেট ১৭৩
নির্ধারিত ২০ ওভারে ১৭২/৭ তুলল চেন্নাই সুপার কিংস। শেষ ওভারে উঠল ১৫ রান।