GT vs KKR, 1st Innings: বিজয়-ঝড়ে নাজেহাল কেকেআর, আইপিএল ইতিহাসে প্রথমবার দু'শো করল গুজরাত
Vijay Shankar: বিজয় ২৪ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন।
আমদাবাদ: বিজয় শঙ্করের অনবদ্য অর্ধশতরানে ভর করে আইপিএল ইতিহাসে প্রথমবার দুইশো রানের গণ্ডি পার করল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। জয়ের ধারা অব্যাহত রাখতে হলে কলকাতা নাইট রাইডার্সের সামনে কঠিন চ্যালেঞ্জ। কেকেআরের হয়ে দলের তারকা বোলার সুনীল নারাইন তিন উইকেট নিলেও, নির্ধারিত ২০ ওভারে গুজরাত ২০৪/৪ তুলল। বিজয় ২৪ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন। এছাড়া তরুণ সাই সুদর্শনও অর্ধশতরান হাঁকান।
এদিন টসে জিতে প্রথমে ব্য়াটিং করার সিদ্ধান্ত নেন গুজরাত টাইটান্স অধিনায়ক রশিদ খান। হার্দিক পাণ্ড্য শারীরিক অসুস্থতার কারণে এই ম্যাচে খেলতে নামেননি। ওপেনিংয়ে শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা শুরুটা মন্দ করেননি। তবে সুনীল নারাইন বল আসতেই সাফল্য পায় কেকেআর। তাঁর বিরুদ্ধ স্যুইপ মারতে গিয়ে আউট হন ঋদ্ধি (১৭)। ঝাঁপিয়ে পড়ে এন জগদীশন দুরন্ত ক্যাচ ধরেন। তবে এক উইকেট হারালেও গুজরাত ব্যাটাররা আগ্রাসী ব্যাটিং করতে থাকেন। পাওয়ার প্লেতেই উঠে ৫৪ রান।
সাই সুদর্শন এবং গিল দ্বিতীয় উইকেটে ৬৭ রান যোগ করেন। এ সময়ে ফের একবার নাইটদের ত্রাতা হয়ে উঠেন নারাইন। গিলকে ৩৯ রানে তিনিই সাজঘরে ফেরান। অভিনব মনোহর শুরুটা ভাল করলেও ১৪ রানের বেশি করতে পারেননি। পরপর উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় গুজরাত। রানের গতিও কমে। তবে সাই সুদর্শন নিজের ইনিংস চালিয়ে যান। অর্ধশতরানও পূরণ করে ফেলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দেন বিজয় শঙ্কর। সুদর্শন ৫৩ রান করে সাজঘরে ফিরলেও, বিজয় শঙ্কর ব্যাট হাতে ঝড় তোলেন।
হার্দিক পাণ্ড্য ফিট থাকলে হয়তো বিজয়ের খেলাই হতো না, কিন্তু তিনিই গুজরাতের হয়ে এদিন ব্যাট হাতে ঝড় তুললেন। তাঁর সৌজন্যেই ইনিংসের শেষ দুই ওভারে ৪৫ রান তোলে গুজরাত। এই প্রথমবার আইপিএলে দুইশো রানের গণ্ডি পার করল গুজরাত। লকি ফার্গুসন, শার্দুল ঠাকুরের কাছে বিজয়ের ঝড়ের থামানোর কার্যত কোনও রাস্তাই ছিল না। এদিন কেকেআরের হয়ে চার ওভারে ৩৩ রানের বিনিময়ে তিন উইকেট নেওয়া সুনীল নারাইনই সফলতম বোলার।
কেকেআর এর আগে কেবল একবারই আইপিএলে ২০০-র অধিক রান তাড়া করে জিতেছে কেকেআর। ২০১৯ সালে আরসিবির বিরুদ্ধে এসেছিল সেই জয়। নাইটরা আবারও জিততে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন: কেকেআরের বিরুদ্ধে খেলছেন না হার্দিক, পাণ্ড্যর অনুপস্থিতির কারণ জানালেন রশিদ