GT vs MI, IPL 2023 Live: স্পিনারদের ভেল্কিতে কুপোকাত মুম্বই, ৫৫ রানে ম্যাচ জিতল গুজরাত
IPL 2023, Match 35, GT vs MI: এখনও পর্যন্ত মুখোমুখি সাক্ষাতে ১ বারই আমনে সামনে হয়েছে ২ দল। গত বছর ব্রেবোর্ন স্টেডিয়ামে সেই সাক্ষাতে জয় ছিনিয়ে নেয় রোহিত শর্মার দল।
LIVE
Background
আমদাবাদ: জাতীয় দলের সতীর্থ ২ জনে। বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে ওপেনিং জুটি হিসেবে মাঠে নামবে কয়েক দিন পরেই। কিন্তু আজ তারা পরস্পর প্রতিপক্ষ। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোহিত শর্মা ও শুভমন গিলকে দেখে যদিও মনে হবে না যে আর কিছুক্ষণ পরেই তারা একে অপরের বিরুদ্ধে খেলতে নামছেন।
মুখোমুখি সাক্ষাতে কারা এগিয়ে?
এখনও পর্যন্ত মুখোমুখি সাক্ষাতে ১ বারই আমনে সামনে হয়েছে ২ দল। গত বছর ব্রেবোর্ন স্টেডিয়ামে সেই সাক্ষাতে জয় ছিনিয়ে নেয় রোহিত শর্মার দল। আমদাবাদের আজ ঘরের মাঠে অবশ্য গুজরাত খেলতে নামবে। প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। আমদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এখও পর্যন্ত গুজরাত শিবির ৪ ম্যাচ খেলেছে। তার মধ্যে ২ ম্যাচ জিতেছে ও ২ ম্যাচ হেরেছে হার্দিক পাণ্ড্যর দল। আমদাবাদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল গুজরাত শিবির।
২ দলের মুখোমুখি সাক্ষাতে সর্বাধিক রানের মালিক গুজরাত টাইটান্সের ঋদ্ধিমান সাহা। তিনি মোট ৫৫ রান করেছেন। এছাড়া দ্বিতীয় স্থানে রয়েছেন শুভমন গিল। তিনি ৫২ রান করেছেন। মুম্বইয়ের ঈশান কিষাণ ৪৫ রান করে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। বোলারদের তালিকায় সবার ওপরে মুরুগান অশ্বিন ২ উইকেট পেয়ে সবার ওপরে। এরপর রশিদ খান ও কায়রন পোলার্ড রয়েছেন তালিকায়।
GT vs MI Live Score: জয় পেল গুজরাত
৫৫ রানে মুম্বই ইন্ডিয়ান্সকে পরাজিত করল গুজরাত টাইটান্স। নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১৫২ রানেই থেমে গেল মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস।
GT vs MI Live: শেষ নেহালের লড়াকু ইনিংস
নেহাল ওয়াদেরার লড়াকু ইনিংস শেষ হল। ২১ বলে ৪০ রান করার পরে তাঁকে সাজঘরে ফেরালেন মোহিত শর্মা। এই ওভারেই ১৮ রানে রান আউট হয়ে সাজঘরে ফেরেন পীযূষ চাওলা। ১৮ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১৩৯/৮। ১২ বলে জয়ের জন্য পল্টনদের ৬৯ রান প্রয়োজন। এক কথায় মুম্বইয়ের পরাজয় এখন শুধু সময়ের অপেক্ষা।
GT vs MI Live Score: ফের জোড়া সাফল্য
রশিদ খানের পর আরও এক আফগান তারকা একই ওভারে জোড়া সাফল্য পেলেন। নুর আমেদ টিম ডেভিডকে শূন্য ও ক্যামেরন গ্রিনকে ৩৩ রানে সাজঘরে ফেরান। ১১ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৫৯/৫।
GT vs MI Live: জোড়া সাফল্য
গুজরাতকে হয়ে জোড়া সাফল্য এনে দিলেন রশিদ খান। দুই রানে তিলক বর্মা ও ১৩ রানে ঈশান কিষাণকে সাজঘরে ফেরত পাঠান তিনি। ৮ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৪৫/৩।
GT vs MI Live Score: চাপে মুম্বই
বল হাতে পাওয়ার প্লেতে শুরুটা দুরন্তভাবে করেছে গুজরাত টাইটান্স। নির্ধারিত ছয় ওভারে মাত্র ২৯ রান খরচ করে একটি উইকেট নেয় গুজরাত বোলাররা। বড় রান তাড়া করতে নেমে বেশ চাপেই রয়েছে মুম্বই।