এক্সপ্লোর
গুজরাত লায়ন্সের সহকারী কোচ মহম্মদ কাইফ

নয়াদিল্লি: আসন্ন আইপিএল-এ গুজরাত লায়ন্সের সহকারী কোচ নিযুক্ত হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। তাঁকে সহকারী কোচ নিযুক্ত করার কথা ঘোষণা করে গুজরাত লায়ন্স দলের মালিক কেশব বনসল বলেছেন, ‘কাইফ আমাদের দলের সম্পদ। খেলার বিষয়ে তাঁর অমূল্য অভিজ্ঞতা ও জ্ঞান আছে। আমাদের মনে হয়েছে, তিনি বৃহত্তর ভূমিকা পালন করলে দলের উপকার হবে। আমি আত্মবিশ্বাসী, কাইফের মেন্টরশিপ ও গাইডেন্সে দল বিশাল উপকৃত হবে।’ নতুন দায়িত্ব পেয়ে খুশি কাইফ। তিনি বলেছেন, সুরেশ রায়না, রবীন্দ্র জাডেজাদের মতো ক্রিকেটারদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















