Guru Purmina 2023: আচরেকরের হাতে তৈরি ১২ তারার ছবি পোস্ট করে গুরু পূর্ণিমায় অভিনব শ্রদ্ধার্ঘ সচিনের
Sachin Tendulkar: সচিন গুরুকে প্রণাম জানানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন আচরেকরের হাতে তৈরি ১২ তারার ছবি।
মুম্বই: বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, বিশেষ এই দিনটি কখনও ভোলেন না তিনি। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। গুরুপূর্ণিমায় যিনি কোচ, প্রয়াত রমাকান্ত আচরেকরের (Ramakant Achrekar) জন্য শ্রদ্ধার্ঘ নিবেদন করেন।
তবে এবারের শ্রদ্ধার্ঘে অভিনবত্বের ছোঁয়া। সচিন গুরুকে প্রণাম জানানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন আচরেকরের হাতে তৈরি ১২ তারার ছবি। রামনাথ পার্কার, বলবিন্দর সিংহ সাঁধু, লালচাঁদ রাজপুত, চন্দ্রকান্ত পণ্ডিত, সচিন নিজে, প্রবীণ আমরে, বিনোদ কাম্বলি, পারস মামব্রে, অজিত আগরকর, সমীর দিঘে, সঞ্জয় বাঙ্গার ও রমেশ পওয়ার।
সকলের ছবি এক ফ্রেমে শেয়ার করে সচিন লিখেছেন, 'মাইকেল মরপারগো বলেছিলেন, ক্লাসরুম নয়, তফাত গড়ে দেন শিক্ষকেরা। আমরা সকলে আচরেকর স্যারের ক্রিকেট স্কুলের ছাত্র। আমি সৌভাগ্যবান যে, ওঁর মতো নিঃস্বার্থ মানুষের কাছে খেলা শিখেছি। গুরু পূর্ণিমার শুভেচ্ছা।'
বর্তমানে ভারতীয় দলের খেলা নেই। ঘরোয়া ক্রিকেট মরশুমও এখনও শুরু হয়নি। এই সুযোগেই ভারতীয় ক্রিকেটাররা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটি কাটাচ্ছেন। ছুটি কাটাতে ব্যস্ত সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar)। সপরিবারে ভারতীয় কিংবদন্তি কিনিয়ার মাসাই মারাতে ছুটি কাটাচ্ছন।
মাসাই মারা অভয়ারণ্য সিংহ, চিতা এবং আফ্রিকান হাতির জন্য বিখ্যাত। সেখানেই বর্তমানে স্ত্রী অঞ্জলি এবং কন্যা সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) সঙ্গে ছুটি কাটাচ্ছেন সচিন। নিজের ছুটি কাটানোর মাঝেই না না মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোডও করেছেন সচিন। সেখানে সচিনকে কন্যা ও স্ত্রীয়ের সঙ্গে জঙ্গল সাফারি করতে দেখা যাছে। সেই ছবির ক্যাপশনে সচিন লেখেন, 'মাসাই মারাতে পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত।' প্রসঙ্গত, সচিন কিন্তু এই সফরেই ওই অঞ্চলের মাসাই জনগোষ্ঠীর লোকেদের সঙ্গেও কথা বলেন। এই জনগোষ্ঠীর নাম থেকেই মাসাই মারা নামকরণটি করা হয়েছে।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন