এক্সপ্লোর
Advertisement
ধোনির জন্মদিনে সুশান্তকেও স্মরণ করলেন অনুরাগীরা
সুশান্তের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, ৭ নম্বর জার্সি পরে আছেন সুশান্ত। তাঁর নামের পাশে লেখা, অপরাজিত ৩৪।
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-র নায়ক সুশান্ত সিংহ রাজপুতকে শ্রদ্ধা জানালেন তাঁর অনুরাগীরা। মঙ্গলবার ছিল ধোনির ৩৯-তম জন্মদিন। এদিন তাঁকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সদ্য প্রয়াত অভিনেতাকেও স্মরণ করলেন অনুরাগীরা।
সুশান্তের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, ৭ নম্বর জার্সি পরে আছেন সুশান্ত। তাঁর নামের পাশে লেখা, অপরাজিত ৩৪। ধোনি উপরের দিকে তাকিয়ে আছেন। এরই সঙ্গে লেখা, ‘ঈশ্বর, আমি জিআরএস নিচ্ছি। আশা করি এটা নো বল। ও এখনও অপরাজিত। ওর এখনও খেলা দরকার। এসএসআর, তুমি একজন রাজা।’
A heart warming tribute to Sushant by our superfan!♥️😢
#ForeverInOurHearts @msdhoni pic.twitter.com/aU1eAIqsLL
— MS Dhoni Fans Official (@msdfansofficial) June 24, 2020
ধোনির বায়োপিকের পরিচালক নীরজ পান্ডে জানিয়েছেন, ‘সুশান্তের মৃত্যুর খবর পেয়ে আমি তাঁকে ফোন করেছিলাম। তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধু মিহির দিবাকর ও অরুণ পান্ডেকেও ফোন করেছিলাম। তাঁরা প্রত্যেকেই এরকম একটি খবর পেয়ে শোকাহত হয়ে পড়েছিলেন। মাহিভাই শোকস্তব্ধ হয়ে গিয়েছিলেন।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement