(Source: ECI/ABP News/ABP Majha)
Sachin Tendulkar Birthday: প্লাজমা দান করতে চান, জন্মদিনে জানালেন সচিন
জন্মদিনে বড়সড় অঙ্গীকার করলেন সচিন রমেশ তেন্ডুলকর। দেখিয়ে দিলেন, কেন তিনি অন্য সকলের চেয়ে আলাদা।
মুম্বই: জন্মদিনে বড়সড় অঙ্গীকার করলেন সচিন রমেশ তেন্ডুলকর। দেখিয়ে দিলেন, কেন তিনি অন্য সকলের চেয়ে আলাদা।
সদ্য করোনার গ্রাস থেকে সুস্থ হয়ে উঠেছেন। সচিন এবার প্লাজমা দানের কথা বললেন। দেশে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই সকল দেশবাসীকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার আহ্বান জানালেন মাস্টার ব্লাস্টার৷ সচিন সদ্য করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন৷ সংক্রমিত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এখন অনেকটাই সুস্থ। জন্মদিনের দিন মাস্টার ব্লাস্টার বলছেন, চিকিৎসকদের অনুমতি পেলে তিনি প্লাজমা দান করবেন। অন্যদের প্লাজমা দান করার জন্য আবেদনও করলেন তিনি৷
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন সচিন। সেখানে তিনি বলেছেন, 'জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সকলকে অনেক ধন্যবাদ৷ সত্যিই আমার দিনটা ভাল করে দিলেন আপনারা৷ গত মাসে আমি কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি৷ করোনা আক্রান্ত হয়ে ২১ দিন নিভৃতবাসে ছিলাম৷ তবে আপনাদের প্রার্থনা এবং শুভেচ্ছা আমার সঙ্গে ছিল৷ আমরা পরিবার-পরিজনেরা সকলে পাশে ছিলেন৷ তবে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের কথা বলতেই হবে৷ তাঁরা আমাকে ইতিবাচক রেখেছিলেন৷'
এরপরেই সচিন বলেছেন, 'আমি অনুমতি পেলেই প্লাজমা দেব৷ এই নিয়ে চিকিৎসকদের সঙ্গে আমার কথা হয়েছে৷ আপনারাও যাঁরা করোনা থেকে সেরে উঠেছেন চিকিৎসকদের অনুমতি নিয়ে দয়া করে প্লাজমা দিন৷ চিকিৎসকেরা বলেছেন, সঠিক সময় প্লাজমা দেওয়া গেলে করোনা আক্রান্তরা দ্রুত সেরে উঠতে পারেন৷'
শনিবারই মাস্টার ব্লাস্টারের ৪৮তম জন্মদিন। সকাল থেকে শুভেচ্ছাবার্তায় ভাসছেন। শুধু ভক্তরাই নন, ক্রিকেটার থেকে ধারাভাষ্যকার থেকে সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি সকলেই কিছুদিন আগে করোনাজয়ী সচিনকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন সকলে। সচিনের ছোটবেলার কিছু মুহূর্ত ও তাঁর খেলোয়াড়ি জীবনে নানা মুহূর্তের একসঙ্গে ছবির কোলাজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে 'হ্যাপি বার্থডে মাস্টার' উইশ করেছেন যুবরাজ সিংহ। ট্যুইটারে যুবি লেখেন, 'কিংবদন্তি সচিন তেন্ডুলকারকে জন্মদিনের শুভেচ্ছা। তুমি দ্রুতই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছো এটা অত্যন্ত স্বস্তিদায়ক, আজকের বিশেষ দিনে অনেক ভালোবাসা রইল।'
মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে দলের মেন্টর সচিনকে 'গোট' (গ্রেটেস্ট অফ অল টাইম) উল্লেখ করে একটি বিশেষ ভিডিও পোস্ট করা হয়। যেখানে যশপ্রীত বুমরা থেকে শুরু করে রোহিত শর্মা, পুত্র অর্জুন তেন্ডুলকর, শিখর ধবন, ক্রুণাল ও হার্দিক পাণ্ড্য, শেন বন্ড, শ্রেয়স আইয়াররাও সচিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।