এক্সপ্লোর
Advertisement
ভাল উইকেটে ও’কিফের পারফরম্যান্স দেখার অপেক্ষায় হরভজন
নয়াদিল্লি: স্টিভ স্মিথের দলকে ভারত সফরে আসা দুর্বলতম অস্ট্রেলিয়া দল বলেছিলেন হরভজন সিংহ। প্রথম টেস্টেই ভারত বিশাল ব্যবধানে হেরে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তাঁর সেই মন্তব্য নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে। তবে তাতে দমছেন না ভাজ্জি। তিনি এবার পুণেতে ঘূর্ণি পিচে ১২ উইকেট নেওয়া বাঁ হাতি স্পিনার স্টিভ ও’কিফকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। হরভজন বলেছেন, ভাল পিচে এই অজি স্পিনার কেমন বল করেন, সেটা দেখার অপেক্ষায় আছেন তিনি।
পুণেতে ভারত হেরে যাওয়ার পর হরভজন বলেছেন, ‘আমার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ হয়েছে। এই ভবিষ্যৎবাণীর জন্য সোশ্যাল মিডিয়ায় আমাকে ব্যঙ্গ-বিদ্রুপ করা হচ্ছে। তবে পুণের পিচ টেস্টের উপযুক্ত ছিল না। টেস্ট ক্রিকেট পাঁচ দিনে গড়ানো উচিত। যে পিচে যে কোনও বোলার উইকেট নেয়, সেখানে খেলা উচিত নয়। আমি শতাধিক টেস্ট খেলেছি। প্রতিটি উইকেট নেওয়ার জন্য কতটা পরিশ্রম করতে হয়েছে সেটা আমি জানি। পুণেতে যে উইকেট তৈরি করা হয়েছিল, তাতে অস্ট্রেলিয়ারই সুবিধা হয়েছে। এই ধরনের পিচে বল ফ্লাইট করার দরকার নেই। শুধু দ্রুত বল করলে এবং ব্যাটসম্যানকে মারার সুযোগ না দিলেই হবে। এই পিচে ৬টা বল একই জায়গায় রাখলে উইকেট পাওয়া যায়। স্টিভ ও’কিফকে এই পিচে উইকেট নিতে দেখে কিছু বলব না। ও আগে ভাল উইকেটে বল করুক, তারপর ওর সম্পর্কে মন্তব্য করব।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement