এক্সপ্লোর
দেখুন: ধোনির হেলিকপ্টার শট খেলে মাঠে ফিরলেন হার্দিক

মুম্বই: সদ্যই অস্ট্রেলিয়ার কাছে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ ২-৩ হেরেছে ভারত। এই সিরিজে ভারত প্রথমে ২-০ এগিয়ে গিয়েছিল। কিন্তু শেষ তিনটি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার মানতে হয় টিম কোহলিকে। এই সিরিজে ভারতীয় দলের মিডল অর্ডারে মহেন্দ্র সিংহ ধোনি ও হার্দিক পান্ড্যর অভাব অনুভূত হয়েছে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞই। বিশ্বকাপের আগে বিশ্রাম দিতে ধোনিকে শেষ দুটি ম্যাচে খেলানো হয়নি। অন্যদিকে চোটের জন্য সিরিজে দলে ছিলেন না হার্দিক। আইপিএলের আগে ফের মাঠে ফিরলেন হার্দিক। ভারতীয় দলের এই ক্রিকেটার তাঁর নেট অনুশীলনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আর ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের তূণে একটা বিশেষ শট নিয়ে মাঠে ফিরলেন তিনি।
মুম্বই ইন্ডিয়ান্সের প্রশিক্ষণ শিবিরে পৌঁছে ২৫ বছরের ক্রিকেটার ব্যাটিং অনুশীলন করলেন। আর এই অনুশীলন চলাকালেই ধোনির সুপরিচিত হেলিপক্টার শটের নকল করলেন হার্দিক। সেই শট খেলার ভিডিও-ই তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ক্যাপশনে হার্দিক লিখেছেন, এই শটের জন্য আমার অনুপ্রেরণা কে, বলতে পারবেন?Guess my inspiration behind this shot? 🚁 😍 pic.twitter.com/9mwQ6uNg3g
— hardik pandya (@hardikpandya7) March 14, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
অটো






















