Hardik Pandya: স্বাগত পৃথিবীতে..হার্দিকের পোস্ট মন ছুঁয়ে যাবে আপনারও
Hardik Pandya Post: গুজরাত টাইটান্সের হয়ে গত আইপিএলে খেতাব জিতেছেন হার্দিক। প্রথমবার অধিনায়ক হিসেবে বাজিমাত করেছেন। আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে তুরুপের তাস হতে চলেছে এই ভারতীয় অলরাউন্ডার।
মুম্বই: এই মুহূর্তে জাতীয় দলের (Indian Cricket Team) বাইরে তিনি। বিশ্রামে রয়েছেন। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। নিজের সোশাল মিডিয়ায় দাদা ক্রুণাল পাণ্ড্যর (Krunal Pandya) ছেলে কবীরকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন গুজরাতের (Gujrat) তারকা অলরাউন্ডার (All Rounder)।
হার্দিকের সোশাল মিডিয়া পোস্ট ভাইরাল
কিছুদিন আগেই পুত্রন্তানের বাবা হয়েছেন ক্রুণাল পাণ্ড্য (Krunal Pandya)। তাঁর স্ত্রী পানখুড়ি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। তার নাম কবীর। নিজের সোশাল মিডিয়ায় হার্দিক দাদার ছেলেকে কোলে নিয়ে ছবি পোস্ট করেছেন। সেই পোস্টের নীচে ক্যাপশনে হার্দিক লিখেছেন, ''পৃথিবীতে স্বাগত ছোট্ট কবীরকে। অগস্ত্যর এখন দায়িত্ব বাড়ল বড় ভাই হিসেবে।'' ছবিতে হার্দিকের কোলে কবীর। তাঁর পাশে রয়েছেন পানখুড়ি। সোশাল মিডিয়ায় এই মিষ্টি ছবিটি ভাইরাল হয়েছে।
View this post on Instagram
ক্রুণাল ও পানখুড়ির সন্তানের নাম রাখা হয়েছে কবীর। ৩১ বছর বয়সি তারকা অলরাউন্ডার সদ্যই ইংল্যান্ডের কাউন্টি দল ওয়ারউইকশায়ারে সই করেছেন। তার পরপরই এই সুখবর আসে। বহু বছর ডেটিংয়ের পর, ২০১৭ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের বান্ধবী পানখুড়ির সঙ্গে গাঁটছড়া বাঁধেন ক্রুণাল। তারকা অলরাউন্ডারের সমর্থনে বহু সময়ই পানখুড়িকে স্টেডিয়ামে গলা ফাটাতে দেখা গিয়েছে। তবে এ বারের আইপিএলে তাকে স্টেডিয়ামে দেখা যায়নি। আইপিএল শেষের মাস দু'য়েক পরেই ক্রুণালের ঘর আলো করে এল পুত্রসন্তান। নিজের শেয়ার করা সোশ্যাল মিডিয়া পোস্টে সদ্যোজাতর নামও জানিয়েছেন ক্রুণাল।
আরও পড়ুন: 'বুমরাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে না দেখতে পেলে হতাশ হব', কে বললেন এমনটা?