T20 World Cup: 'বুমরাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে না দেখতে পেলে হতাশ হব', কে বললেন এমনটা?
T20 World Cup: সেই আশঙ্কাই করছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার রীতিন্দার সোধি। তিনি মনে করেন টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরা না খেলতে পারলে তা ভারতীয় দলের জন্য় খুবই খারাপ খবর হবে।

মুম্বই: চলতি বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যেই টুর্নামেন্টে ভারতীয় বোলিং বিভাগের অন্য়তম স্থম্ভ যশপ্রীত বুমরা। কিন্তু চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারেন গুজরাতের এই পেসার। আর সেই আশঙ্কাই করছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার রীতিন্দার সোধি। তিনি মনে করেন টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরা না খেলতে পারলে তা ভারতীয় দলের জন্য় খুবই খারাপ খবর হবে।
কী বলছেন সোধি?
এক সাক্ষাৎকারে সোধি বলেন, ''আমি মনে করি যশপ্রীত বুমরার না থাকাটা একটা বড় ধাক্কা হবে ভারতের জন্য। ওঁর জায়গা পূরণ করা অত সহজ নয়। আবেশ খান, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণরা সবাই ভাল বল করছে। কিন্তু বুমরার বলে খেলতে ভয় পায় প্রতিপক্ষ ব্যাটাররা। যা সবার থেকে ওঁকে আলাদা করেছে।''
তিনি আরও বলেন, ''টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্টে যদি বুমরাকে না দেখতে পাই আমিও খুব হতাশ হব। ওঁর চারটে ওভার প্রতিপক্ষ শিবিরের ব্যাটারের কাছে ত্রাস। তাঁরা কেউই খেলতে চায় না বুমরাকে। ভারতীয় দলের প্লেয়ারদের মনোবলও বাড়িয়ে দেয়।''
উল্লেখ্য, এশিয়া কাপে খেলতে দেখা যাবে না বুমরাকে। পিঠের চোটের জন্য এই মুহূর্তে ২২ গজের বাইরে রয়েছেন ডানহাতি এই তারকা পেসার। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে চলছে তাঁর রিহ্যাব। হর্ষল পটেলকেও দেখা যাবে না এশিয়া কাপে। তাঁরও চোট রয়েছে।
আজ জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশের হাতছানি
প্রথম ২ ম্যাচে টানা জিতে সিরিজ দখলে ভারতের। আজ জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচে খেলতে নামছে রাহুল বাহিনী। জিম্বাবোয়ের বিরুদ্ধে এখনও অবধি ওয়ান ডেতে মোট ৫৩টি ম্যাচ জিতেছে ভারত। তাদের হারানোর ক্ষেত্রে এটি দ্বিতীয় সর্বোচ্চ। পাকিস্তান জিম্বাবোয়েকে সর্বাধিক ৫৪টি ওয়ান ডে ম্যাচে হারিয়েছে। কাল যদি ভারত ম্যাচ জেতে, তাহলেই জিম্বাবোয়ের বিরুদ্ধে সর্বাধিক ওয়ান ডে ম্যাচ জেতার পাকিস্তানের কৃতিত্বে ভাগ বসাবে। তাই এই রেকর্ড গড়ার হাতছানি ম্যাচে একটু বাড়তি গুরুত্ব যোগ করতে পারে। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। তাদের বিরুদ্ধে জিম্বাবোয়ে যেমন সর্বাধিক ৩০টি ওয়ান ডে জিতেছে, তেমন বাংলাদেশও ৫১টি ওয়ান ডে ম্যাচ জিতেছে তাদের বিরুদ্ধে।
আরও পড়ুন: ক্যান্সার আক্রান্ত খুদের সঙ্গে দেখা, ম্যাচের পর হৃদয়ও জিতলেন স্যামসন





















