Hardik Pandya: চোটের জন্য মাঠের বাইরে, নেটে তাহলে বুমরার অ্যাকশনে বোলিং করছেন কে!
Team India: নেটে বুমরার অ্যাকশনেই বোলিং করছেন কে? তাহলে কি আমদাবাদের পেসার চোট সারিয়ে এশিয়া কাপে মাঠে নেমে পড়লেন?

মুম্বই: চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। যা ভারতীয় শিবিরের কাছে বিরাট ধাক্কা।
কিন্তু তাহলে নেটে বুমরার অ্যাকশনেই বোলিং করছেন কে? তাহলে কি আমদাবাদের পেসার চোট সারিয়ে এশিয়া কাপে মাঠে নেমে পড়লেন?
বুধবার তোলপাড় ফেলে দিয়েছে একটি ভিডিও। যেখানে এক ক্রিকেটারকে দেখা যাচ্ছে বুমরার মতো হুবহু একই অ্যাকশনে বল করতে। কে সেই ক্রিকেটার?
হার্দিক পাণ্ড্য। বোলিং দক্ষতা দিয়ে অন্য কারও পক্ষে বুমরার খামতি ঢাকা হয়তো মুশকিল। তবে চাইলে হুবহু বুমরার অ্যাকশনে বল করতে সক্ষম পাণ্ড্য। নেটে সেই ঝলকই দেখালেন তিনি।
লাসিথ মালিঙ্গার মতোই বেশ অভিনব বোলিং অ্যাকশন বুমরার। তাই বুমরার বোলিং অ্যাকশন নকল করলে তা নজর এড়াবে না। হার্দিক এক্ষেত্রে শুধু বুমরার বোলিং অ্যাকশনই নয়, বরং উইকেট নেওয়ার পরে তাঁর সেলিব্রেশনের ধরনও নকল করেন।
হার্দিক ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে ইন্ডোরের নেটে তাঁকে বুমরার অ্যাকশনে একটি বল করতে দেখা যায় এবং তার পরে বুমরার মতোই দু'দিকে হাত ছড়িয়ে সেলিব্রেটও করতে দেখা যায়। সঙ্গত কারণেই ভিডিওটি ক্রিকেটপ্রেমীদের মন কেড়ে নিয়েছে। বুমরা নিজেও প্রতিক্রিয়া দেন ইনস্টাগ্রাম ভিডিওটি দেখে।
হার্দিক ভারতীয় দলের
View this post on Instagram
এঙ্গে এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরশাহি পৌঁছে গিয়েছেন। অন্যদিকে বুমরা বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন। যদিও তাঁকে দেখে মনে হয়েছে তিনি অনেকটাই সেরে উঠেছেন। সোশ্যাল মিডিয়ায় নিজের ট্রেনিংয়ের একটি ভিডিও পোস্ট করেছেন বুমরা। সেখানে ফিটই মনে হয়েছে তারকা পেসারকে।
বুমরা ছাড়াও চোটের জন্য এশিয়া কাপের দলে নেই হর্ষল পটেল। তিনিও রয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে।
আরও পড়ুন: শৃঙ্গজয়ের ৩ মাস পর পেলেন সার্টিফিকেট, স্বস্তি পেলেও এভারেস্টজয়ী পিয়ালির কাঁটা ঋণের বোঝা






















