কেপি নামে এক ইউজার লিখেছেন, কেউ কি বলতে পারবেন হার্দিক কেন ভারতের হয়ে খেলার সময়ও মুম্বই ইন্ডিয়ান্সের গ্লাভস পরেছেন?
2/11
তবরেজ শেখ নামে এক ইউজার লিখেছেন, হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সের স্লোগান- দিল সে ইন্ডিয়ান, মুম্বই ইন্ডিয়ান-এর সঙ্গে সম্পূর্ণ ন্যায় বিচার করছেন। ভারতের হয়ে খেলার সময়ও মুম্বই ইন্ডিয়ান্সের গ্লাভস পরেছেন।
3/11
সন্তোষ নামে এক ইউজারের প্রশ্ন, হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সের গ্লাভস কেন পরেছেন?
4/11
মণীষ তুলসানী নামে একজন ট্যুইট করেছেন, আমি খুবই ধন্দে রয়েছি যে জাদু কুংফু পান্ডিয়াতে রয়েছে না মুম্বই ইন্ডিয়ান্সের গ্লাভসে, না ক্যারিবিয়ান হেয়ার স্টাইলে।
5/11
এই কারণেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিশানা করলেন নেটিজেনরা।
6/11
আসলে আইপিএলের দল মুম্বই ইন্ডিয়ান্সের গ্লাভস পরে ব্যাটিং করতে নেমে পড়েছিলেন হার্দিক।