Hardik Pandya Watches Seized: শুল্ক সমস্যায় হার্দিক, ক্রিকেটারের কোটি টাকার ঘড়ি বাজেয়াপ্ত
হার্দিকের দামী ঘড়ির শখ সকলেরই জানা। কিন্তু সেই ঘড়ি নিয়ে এমন সমস্যায় পড়তে পারেন, এ বিষয়টি ভাবেননি তিনি।
নয়া দিল্লি: টি-২০ বিশ্বকাপ খেলে দুবাই থেকে ফেরার সময় শুল্ক সমস্যায় পড়লেন হার্দিক পাণ্ড্য। এমনিতে হার্দিকের দামী ঘড়ির শখ সকলেরই জানা। কিন্তু সেই ঘড়ি নিয়ে এমন সমস্যায় পড়তে পারেন, এ বিষয়টি ভাবেননি তিনি। জানা গিয়েছে দুবাই থেকে ফেরার সময় মুম্বই বিমানবন্দরে কাস্টমস কর্তারা ৫ কোটি টাকার দুটি ঘড়ি বাজেয়াপ্ত করেছে।
মুম্বই কাস্টমস বিভাগের তরফে অভিযোগ, এই ঘড়ির কোনও রসিদ ছিল না ক্রিকেটারের কাছে। এমনকী লাগেজে যে ঘড়ি রয়েছে সেটিও উল্লেখ করেননি তিনি। ফলে শুল্ক দফতরের অফিসাররা বহুমূল্যের ঘড়ি দুটি বাজেয়াপ্ত করে। উল্লেখযোগ্যভাবে, হার্দিক বিশ্বের সবচেয়ে দামী কিছু ঘড়ির মালিক এবং তার ঘড়ির সংগ্রহ এমনকি Patek Philippe Nautilus Platinum 5711 - যার দাম ৫ কোটি টাকারও বেশি।
হার্দিক পাণ্ড্যর এই ঘড়িটি Patek Philippe Nautilus Platinum 5711 ব্র্যান্ডের। ঘড়িটি হীরা এবং পান্নার মতো সমস্ত মূল্যবান রত্ন দিয়ে তৈরি। এটি হার্দিকের অন্যতম মূল্যবান সম্পত্তি। ডেথ ওভারে দুর্দান্ত খেলার পাশাপাশি, হার্দিক পাণ্ড্য তাঁর বিলাসবহুল জীবনযাত্রার জন্যও পরিচিত। ঘড়িটি স্পোর্টস ৩২ ব্যাগুয়েট-কাট পান্না এবং সম্পূর্ণরূপে প্লাটিনামে তৈরি। ৫৭১১-এ পান্না রয়েছে যা ঘন্টা চিহ্নিতকারী হিসাবে কাজ করে এবং একটি স্ব-উইন্ডিং নিজে থেকেই কাজ করে থাকে এই ঘড়িতে। আগস্টের শুরুতে, আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্বের এক মাস আগে, হার্দিক ইনস্টাগ্রামে ছবিগুলির একটি সিরিজ পোস্ট করতে গিয়েছিলেন, যাতে বিলাসবহুল ঘড়ির একটি ছবিও ছিল।
শুধু হার্দিক নন, ভাই ক্রুনাল পাণ্ড্যর দামী ঘড়ি এবং গাড়ির শখ রয়েছে। সম্প্রতি দুই ভাই মুম্বাইতে ৩০ কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। হার্দিক এবং তার ভাই ক্রুনাল পাণ্ড্যর এই ফ্ল্যাটে ৮টি বেডরুম রয়েছে। এই ভাইদের বিলাসবহুল বাড়িটি ৩৮৩৮ বর্গফুটের।