Commonwealth Games: একটা সোনা অনেক কিছু বদলে দিতে পারে: হরমনপ্রীত
Commonwealth Games 2022: ইতিহাসের দোরগোড়ায় ভারতীয় মহিলা ক্রিকেট। সোনা জিতলে বদলে যেতে পারে অনেক ছবিই, অন্তত তেমনই মনে করছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর।
বার্মিংহ্যাম: কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) ফাইনালে আজ ক্রিকেটের মঞ্চে ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) দ্বৈরথ। ইংল্যান্ডকে (England) সেমিফাইনালে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল হরমনপ্রীতের (Harmanpreet Kaur) দল। কমনওয়েলথ গেমসে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল। এবার সেই অজিদের বিরুদ্ধেই ফাইনালে ফের মুখোমুখি ভারত। ইতিহাসের দোরগোড়ায় ভারতীয় মহিলা ক্রিকেট। সোনা জিতলে বদলে যেতে পারে অনেক ছবিই, অন্তত তেমনই মনে করছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর।
কী বলছেন হরমনপ্রীত?
ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, ''ফাইনালে জায়গা করে নেওয়াটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আমাদের জন্য অন্য়তম সেরা একটি মঞ্চ। প্রথমবার কমনওয়েলথ গেমসে খেলছি। আমরা যদি সোনা জিতে যাই, তবে এই সোনা জয় অনেক কিছু বদলে দিতে পারে।''
হরমনপ্রীত আরও বলেন, ''সোনা জিতি বা না জিতি তা আমাদের হাতে নেই। কিন্তু আমরা ভাল পারফর্ম করতে চাই। নিজেদের সেরাটা দিতে চাই মাঠে।''
এজবাস্টনে কমনওয়েলথ গেমসের ক্রিকেটের প্রথম সেমিফাইনালে আয়োজক ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। সেই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে পদক নিশ্চিত করে ফেলেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তোলে। হরমনপ্রীতও বেশিদূর এগোতে পারেনিনি। তিনি ২০ রানেই আউট হন। পরপর উইকেট হারিয়ে ভারতীয় দল একটু চাপেই পড়ে গিয়েছিল। তবে আরেক ইনফর্ম জেমাইমা রডরিগেজ সেই জায়গা থেকে ভারতের হাল ধরেন। তাঁকে সঙ্গ দেন দীপ্তি শর্মা। দুইজনে মিলে চতুর্থ উইকেটে ৫৩ রান যোগ করেন। দীপ্তি ২০ বলে ২২ রান করেন। জেমাইমা ৩১ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন। জবাবে, ১৬০ রানেই আটকে যায় ইংল্যান্ডের ইনিংস। ফলে চার রানে ম্যাচ জিতে ভারত ফাইনালে জায়গা করে নেয়।