Asian Games 2023: মাঝে ২১ বছরের ব্য়বধান, মায়ের মতই এশিয়ান গেমসে রুপো জিতে নজির হরমিলানের
Harmilan Bains Wins Silver: ২০০২ সালে বুসান এশিয়ান গেমসে ৮০০ মিটারে রুপো পেয়েছিলেন ভারতের মাধুরী সাক্সেনা। এবার তাঁর মেয়েও ৮০০ মিটারেই রুপো জিতলেন।
হাংঝাউ: ২০০২ বুসান এশিয়ান গেমস (2002 Asian Games)। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে মায়ের রুপো জয়ের মুহূর্ত চোখে দেখলেও হয়ত উপলব্ধি করার বয়স তখনও হয়নি ছোট্ট হরমিলানের। ২১ বছর পর ২০২৩ এশিয়ান গেমসের মঞ্চে মায়ের মতই ট্র্যাক অ্য়ান্ড ফিল্ড থেকে রুপো জিতলেন হরমিলান বেয়ন্স (Harmilan Bains)। ২০০২ সালে বুসান এশিয়ান গেমসে ৮০০ মিটারে রুপো পেয়েছিলেন ভারতের মাধুরী সাক্সেনা (Madhuri Saxena)। এবার তাঁর মেয়েও ৮০০ মিটারেই রুপো জিতলেন।
এর আগে ১৫০০ মিটার দৌড় থেকে দেশকে রুপো এনে দিয়েছিলেন হরমিলান। লক্ষ্য ছিল ৮০০ মিটার দৌড়ে সোনা এনে দেওয়া দেশকে। যদিও সেই লক্ষ্য পূরণ হয়নি। মায়ের মত হরমিলানের বাবা আমনদীপ বেয়ন্স সাউথ এশিয়ান গেমসে এবং ১৫০০ মিটারের জাতীয় চ্যাম্পিয়ন। এদিকে পুরুষদের বিভাগে ৫০০০ মিটার দৌড়ে রুপো জিতলেন ভারতের অবিনাশ সাবলে।
বুধবার এশিয়ান গেমসে (Asian Games) ভারতের সাফল্যের দৌড় চলছে। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ফের সোনা। এবার সোনা জিতল ভারতের ৪ X ৪০০ মিটার পুরুষদের রিলে দৌড়ের দল। যে দলে ছিলেন মহম্মদ আনাস ইয়াহিয়া (Muhammed Anas Yahiya), অমোজ জেকব, (Amoj Jacob), মহম্মদ আজমল (Muhammed Ajmal Variyathodi) ও রাজেশ রমেশ (Rajesh Ramesh)। ফাইনালে ৩:০১.৫৮ সেকেন্ডে দৌড় শেষ করেন তাঁরা।
অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নীরজ চোপড়ার (Neeraj Chopra) স্বপ্নের দৌড় অব্যাহত। এশিয়ান গেমসে (Asian Games) জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন ভারতীয় তারকা। সেই সঙ্গে রুপোও এল ভারতের ঘরে। নীরজের ঠিক পিছনে শেষ করে রুপো জিতলেন কিশোরকুমার জেনা (Kishore Kumar Jena)।
হাংঝাউতে নিজের চতুর্থ থ্রোয়ে সর্বোচ্চ ৮৮.৮৮ মিটার দূরত্ব অতিক্রম করেন নীরজ। সেটাই তাঁকে সোনা জেতায়। তবে নীরজকে হাড্ডাহাড্ডি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন স্বদেশীয় কিশোরকুমার জেনা। চতুর্থ থ্রোয়ে ৮৭.৫৪ মিটার দূরত্ব অতিক্রম করেন কিশোর। তিনি রুপো জিতেছেন। জ্যাভলিন থ্রোয়ে সোনা ও রুপো, দুই-ই এল ভারতের ঘরে। প্রথম রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াই শেষে একেবারে সেয়ানে সেয়ানে প্রতিদ্বন্দ্বীতা চলছিল। কিন্তু সেখানে ৩-২ ব্যবধানে এগিয়ে যান চিনের লি কিয়ান। দ্বিতীয় রাউন্ডে লভলিনাকে দাঁড়াতেই দেননি চিনের প্রতিদ্বন্দ্বী। ক্রমাগত পয়েন্ট তুলে নেন তিনি। শেষ পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে ৫-০ ব্যবধানে হারেন লভলিনা। তৃতীয় রাউন্ডেও চিনের প্রতিদ্বন্দ্বীই পয়েন্টের ব্য়বধানে এগিয়ে যাওয়ায় রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল লভলিনাকে।