Mohammed Shami: 'মাসে ৪ লক্ষ টাকাও যথেষ্ট নয়?' হাসিন জাহানের আবেদন পেয়ে নোটিস দিল সুপ্রিম কোর্ট
Mohammed Shami Alimony Case: কলকাতা হাইকোর্টের নির্দেশে, বর্তমানে হাসিন জাহানকে প্রতি মাসে মেয়ের দেখভালের জন্য আড়াই লক্ষ এবং হাসিনের নিজের জন্য দেড় লক্ষ টাকা করে দেন ভারতীয় ক্রিকেটার

কলকাতা: দীর্ঘ মামলা.. একে অপরের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। বিবাহ বিচ্ছেদের মামলা চলছে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি (Mohammed Shami) আর তাঁর প্রাক্তন স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan)-এর মধ্যে। মামলা চললেও, স্ত্রী ও একমাত্র কন্যাসন্তানের জন্য প্রতি মাসে মোটা টাকা খোরপোশ দেন মহম্মদ শামি। তবে, সেই টাকায় আর মাস চলছে না বলে আদালতে আবেদন জানিয়েছিলেন হাসিন জাহান। খোরপোশ বৃদ্ধির আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হাসিন জাহান। এই আবেদনের নিরিখেই মহম্মদ শামিকে নোটিস পাঠাল শীর্ষ আদালত। একই মর্মে পশ্চিমবঙ্গ সরকারকেও নোটিস পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশে, বর্তমানে হাসিন জাহানকে প্রতি মাসে মেয়ের দেখভালের জন্য আড়াই লক্ষ এবং হাসিনের নিজের জন্য দেড় লক্ষ টাকা করে দেন ভারতীয় ক্রিকেটার। হাসিন জাহানের অভিযোগ, যে টাকা শামি দেন, সেই টাকায় নাকি তাঁর মাসিক খরচ চলছে না। অন্যদিকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষন, মা ও মেয়ের সংসার চালানোর জন্য, মাসিক ৪ লক্ষ টাকা কি যথেষ্ট নয়? এরপরে, হাসিন জাহানের অভিযোগের নিরিখে মহম্মদ শামি আর পশ্চিমবঙ্গ সরকারকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। ৪ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
ভারতীয় ফাস্টবোলার মহম্মদ শামির সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের মামলা চলছে । তার মধ্যেই সদ্য বোমা ফাটালেন মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান । একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি । হাসিন সম্প্রতি দাবি করেছেন যে, বহু বছর আগে তাঁকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি চাপের কাছে কখনও নতি স্বীকার করেননি । তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি ২০১৮ সালের কথাও উল্লেখ করেছেন, যখন তিনি মহম্মদ শামি এবং তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন । হাসিন জাহান তাঁর পোস্টে আপত্তিকর ভাষারও ব্যবহার করেছেন । হাসিন জাহান তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, "পাগল, ক্ষ্যাপা কুকুরদের ভয় পেতে হলে তো ২০১৮ সালেই পেতাম । যত ইচ্ছে বলপ্রয়োগ কর, আমাকে ভয় দেখানোর, বরবাদ করার । আল্লার দয়ায় আরও শক্তিশালী হয়ে উঠব ।"
হাসিন জাহানের এই সোশ্যাল মিডিয়া পোস্ট মহম্মদ শামির একটি সাক্ষাৎকারের পরে করেছেন, যেখানে শামি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছিলেন এবং বলেছিলেন যে, তিনি অতীতের বিষয়ে কোনও কথা বলতে চান না । শামি বলেছেন, "ওসব বাদ দিন । আমার অতীত নিয়ে কোনও আফশোস নেই । যা হয়েছে, হতে দিন । আমি নিজেকে বা অন্য কাউকে দায়ী করতে চাই না । আমি শুধু আমার কেরিয়ারের দিকে মনোযোগ দিতে চাই । আমি বিতর্কে জড়াতে চাই না ।"






















