এক্সপ্লোর
টি-২০ র্যাঙ্কিংয়ে ৮৮ ধাপ উন্নতি চাহারের
বোলার ও অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে কোনও ভারতীয় নেই।

দুবাই: গতকাল বাংলাদেশের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখানোর সুবাদে আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে ৮৮ ধাপ উন্নতি হল ভারতীয় দলের পেসার দীপক চাহারের। তিনি এখন বোলারদের তালিকায় ৪২ নম্বরে। ভারতের অন্য কোনও ক্রিকেটারের র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য বদল হয়নি। বোলার ও অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে কোনও ভারতীয় নেই। ব্যাটসম্যানদের মধ্যে রোহিত শর্মা ও লোকেশ রাহুল যথাক্রমে সাত ও আট নম্বরে। ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে পাকিস্তানের বাবর আজম। তাঁর চেয়ে অনেকটা পিছিয়ে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। বোলারদের তালিকার শীর্ষে আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খান। অলরাউন্ডারদের মধ্যে সবার আগে আফগানিস্তানেরই মহম্মদ নবি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















