এক্সপ্লোর
‘টেস্টে ৫০ বলে ১০০ রান করতে পারে,’ ইনদওরের অসাধারণ ইনিংসের পর রাহুলের প্রশংসায় গম্ভীর
গতকালের ম্যাচে ওপেন করতে নেমে ৩২ বলে ৪৫ রানের দারুণ ইনিংস খেলেন রাহুল।
![‘টেস্টে ৫০ বলে ১০০ রান করতে পারে,’ ইনদওরের অসাধারণ ইনিংসের পর রাহুলের প্রশংসায় গম্ভীর He can get a 50-ball 100 in Tests, huge praise by Gautam Gambhir for India batsman after Indore T20I against Sri Lanka ‘টেস্টে ৫০ বলে ১০০ রান করতে পারে,’ ইনদওরের অসাধারণ ইনিংসের পর রাহুলের প্রশংসায় গম্ভীর](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/01/08164725/KL-Rahul.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ইনদওর: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে লোকেশ রাহুলের অসাধারণ ইনিংসের পর তাঁকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন বাঁ হাতি ওপেনার গৌতম গম্ভীর। তিনি বলেন, ‘কে এল রাহুল অবিশ্বাস্য ফর্মে আছে। আমি রাহুলকে যখনই ব্যাট করতে দেখি, তখনই অবাক হয়ে ভাবি, ও কেন টেস্টেও একইভাবে খেলে না। এটা শুধু সাদা বলের বিষয় নয়, টেস্ট ক্রিকেটও গুরুত্বপূর্ণ। ও নিজেকে বেশি গুটিয়ে রাখে। ওর যা দক্ষতা আছে, তাতে টেস্ট ক্রিকেটে ৫০ বলে ১০০ রান করতে পারে। ও দুর্দান্ত শট খেলতে পারে।’
গতকালের ম্যাচে ওপেন করতে নেমে ৩২ বলে ৪৫ রানের দারুণ ইনিংস খেলেন রাহুল। অপর ওপেনার শিখর ধবন ২৯ বলে ৩২ রান করেন। ওপেনিং জুটিতে যোগ হয় ৭১ রান। ফলে রান তাড়া করতে নেমে ভারতীয় দলের জয় সহজ হয়। তবে ধবনের তুলনায় অনেক ভাল খেলেন রাহুল। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ ও একদিনের সিরিজেও ওপেন করেন। ভারতীয় দল শেষ যে টেস্ট ম্যাচ খেলেছিল, তাতে অবশ্য রোহিত শর্মার সঙ্গে ওপেন করেন ধবনই। তবে গম্ভীরের মতে, বর্তমান ফর্মের ভিত্তিতে রাহলেরই সুযোগ পাওয়া উচিত।
এ বিষয়ে তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে আইপিএল-এর তুলনা করা যায় না। দিল্লি ক্যাপিটালসের হয়ে যে খেলছে, সে জানে অন্য কেউ সুযোগের অপেক্ষায় নেই। কিন্তু দেশের হয়ে খেলার সময় সবাই জানে, অন্য কেউ তার জায়গা নিতে পারে। ফলে সবসময়ই চাপ থাকে। এখন কে ভাল ফর্মে আছে, সেটা দেখা যাচ্ছে। কে এল রাহুল অন্যরকম ফর্মে আছে। ও ঘরোয়া মরসুমের গোটাটাই খেলেছে। ও সৈয়দ মুস্তাক আলি, বিজয় হজারেতে খেলেছে। ও সাদা বলের ক্রিকেটে ভাল খেললেও, ঘরোয়া ক্রিকেট খেলতে গিয়েছে এবং রান করেছে। তার ফল সবাই দেখতে পাচ্ছে। শিখর ধবনকে দেখে জমাট মনে হয়নি। তবে ওর রান পাওয়া ভাল। এর ফলে পরের ম্যাচে ব্যাট করতে নামার সময় ওর সুবিধা হবে। ও যদি শুরুতেই আউট হয়ে যেত, তাহলে আরও চাপে পড়ে যেত।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)