এক্সপ্লোর
Advertisement
হকি বিশ্বকাপ: খেলার ফল ২-১, প্রথম ম্যাচে কোনওমতে বেলজিয়াম হারাল কানাডাকে
ভুবনেশ্বর: অলিম্পিকে রুপো জিতলেও বিশ্বকাপে মোটেই আহামরি শুরু করল না বিশ্বের তৃতীয় সেরা হকি দল বেলজিয়াম। নেহাতই দুর্বল দল বলে পরিচিত কানাডাকে তারা হারাল ২-১ গোলে।
বিশ্বের ১১ নম্বর দল কানাডার বিরুদ্ধে রীতিমত হেভিওয়েট হিসেবে খেলতে নামা বেলজিয়াম পুল সি-র প্রথম ম্যাচে জয় পেয়েছে ঠিকই কিন্তু তাদের খেলায় অনুরাগীরা মোটেই খুশি নন। প্রথম দুটি অর্ধে বেলজিয়ামের প্রাধান্য থাকলেও শেষের দিকে খেলার ধার হারিয়ে ফেলতে থাকে তারা। ম্যাচ শুরুর ৩ মিনিটের মধ্যেই তাদের এগিয়ে দেন ফেলিক্স ডেনায়ার। ১২ মিনিটে ফের নেটে বল জড়ান বেলজিয়ামের অধিনায়ক টমাস ব্রিয়েলস। কিন্তু কানাডা রেফারাল চায়, বলে, গোলে ঢোকার আগে বল ব্রিয়েলসের হাতে লেগেছিল। এরপর বাতিল হয়ে যায় গোলটি।
কিন্তু ২২ মিনিটের মাথায় ফের ব্রিয়েলস গোল করে বেলজিয়ামকে ২-০ এগিয়ে দেন। এই সময় বেলজিয়ামের প্রাধান্য এতটাই ছিল যে কানাডা তাদের গোলে কার্যত একবারও শট নিতে পারেনি। তবে হাফ টাইমের পর থেকে ম্যাচের দখল নিয়ে নেয় কানাডা। ৪৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল দেন মার্ক পিয়ার্সন। শেষ দুটি অর্ধে বেলজিয়াম প্রায় কিছুই করতে পারেনি। উল্টে মিস করে চারটি পেনাল্টি কর্নার।
২ তারিখ বেলজিয়ামের খেলা আয়োজক দেশ ভারতের বিরুদ্ধে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement