Holi Moments: দেখুন তো চিনতে পারেন কি না? ১৯৮৭-র ভারত সফরে হোলি খেলার স্মৃতিচারণ এই পাক ক্রিকেটারের
রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, দু দেশের খেলোয়াড়দের মধ্যে কিন্তু সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা।কিন্তু মাঠের বাইরে তাঁরা একে অপরের বন্ধু। আর এর প্রতিফলন মাঝেমধ্যেই দেখা যায়।
![Holi Moments: দেখুন তো চিনতে পারেন কি না? ১৯৮৭-র ভারত সফরে হোলি খেলার স্মৃতিচারণ এই পাক ক্রিকেটারের Holi 2021: Pakistani cricketer Wasim Akram recalls his holi celebration during 1987 India tour Holi Moments: দেখুন তো চিনতে পারেন কি না? ১৯৮৭-র ভারত সফরে হোলি খেলার স্মৃতিচারণ এই পাক ক্রিকেটারের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/29/ceaf6f26ab0b7bde2ff9881ffe09b662_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ক্রিকেট মাঠে ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই হাইভোল্টেজ লড়াই। বছরের পর বছর চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ম্যাচের উত্তেজনা তারিয়ে তারিয়ে উপভোগ করেন ক্রিকেট অনুরাগীরা। কিন্তু দীর্ঘ কয়েক বছর দুই দেশের মধ্যে কোনও সিরিজ হয়নি। এরইমধ্যে পাক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনার পারদ নামার পর চলতি বছর দুই দেশের সংক্ষিপ্ত একটি টি ২০ সিরিজের সম্ভাবনার কথা জানানো হয়েছে।এমনটা হলে গত আট বছরে এটাই হবে দুই দেশের প্রথম কোনও সিরিজ।
রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, দু দেশের খেলোয়াড়দের মধ্যে কিন্তু সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা।কিন্তু মাঠের বাইরে তাঁরা একে অপরের বন্ধু। আর এর প্রতিফলন মাঝেমধ্যেই দেখা যায়। সম্প্রতি ক্রীড়া উপস্থাপক গৌতম ভিমানি পুরানো একটি ছবি শেয়ার করেছেন। ওই ছবি মুম্বইয়ের তাজ হোটেলে হোলি উদযাপনের ছবি।
ভিমানি ট্যুইটার লিখেছেন, আমার সেরা ক্রিকেটীয় হোলি স্মৃতি। তাজ ওয়েস্ট এন্ডে ভারত ও পাক ক্রিকেটার দলের হোলি খেলা!
আর এই ক্যাপশন পড়ে ছবির দিকে তাকালে এক ঝলকে রোগা ও লম্বা পাক ক্রিকেটারকে চেনাই মুশকিল। ওই ক্রিকেটার হলেন প্রাক্তন পাক ফাস্ট বোলার ওয়াসিম আক্রম। ১৯৮৭-তে ভারত সফরে এসেছিল পাক দল। পুরো দল মুম্বইয়ের আইকনিক তাজ হোটেলে হোলি খেলেছিল।
ওয়াসিম আক্রমও তাঁর ট্যুইটার টাইম-লাইনে ছবিটি শেয়ার করেছেন।
আজ পুরো দেশে হোলি উদযাপিত হয়েছে। পাকিস্তানের বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার ও ক্রীড়া ব্যক্তিত্ব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোলি উপলক্ষ্যে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।
ভারত-পাক সম্পর্কে উন্নতির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে যোগাযোগও ঘটছে। তাই বাইশ গজে ফের ভারত-পাক মহারণ দেখার একটা আশাও তৈরি হয়েছে।
রঙের উৎসব হোলি উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছে ভারতের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা। আজ সারা দেশ রঙের উৎসব হোলিতে মেতেছে। শীত শেষে নবরূপে সেজে ওঠা প্রকৃতির রঙে মন রাঙিয়ে উৎসবে সামিল হয়েছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা। এই উপলক্ষ্যে ঋষভ পন্থ, যুবরাজ সিংহ, বীরেন্দ্র সহবাগ, ক্রুণাল পান্ড্য, শ্রেয়স আয়ার, সুরেশ রায়না,ভিভিএস লক্ষ্মণ, শিখর ধবনের মতো প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)