এক্সপ্লোর
Advertisement
দেখুন: জোরদার টক্করের পর ফিঞ্চকে ফেরালেন ভুবনেশ্বর
মেলবোর্ন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচে ভারত টসে জিতে বোলিং করছে। এখনও পর্যন্ত অধিনায়ক কোহলির এই সিদ্ধান্ত সঠিক বলেই প্রমাণিত হয়েছে। কেননা, ভারতের বোলাররা শুরু থেকেই অজি ব্যাটসম্যানদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়েছেন। বিশেষ করে ভুবনেশ্বর কুমারের বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের নাজেহাল দশাও আরও একবার দেখা গিয়েছে।
চলতি সিরিজে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা ভুবনেশ্বরকে খেলতে গিয়ে সমস্যায় পড়ছেন। মেলবোর্নে সিরিজের তৃতীয় ম্যাচেও ভূবির শিকার হলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।সিরিজের প্রথম একদিনের ম্যাচে ফিঞ্চকে ৬ রানে আউট করেছিলেন ভুবি। দ্বিতীয় একদিনের ম্যাচেও ফিঞ্চকে ৬-এর বেশি রান করতে দেননি তিনি। তৃতীয় একদিনের ম্যাচে তো ব্যাটসম্যান ও বোলারের মধ্যে টক্করও দেখা গেল। আউট হওয়ার আগে ভুবিকে উস্কালেন ফিঞ্চ। কিন্তু পরের বলেই তাঁকে আউট করে দিলেন ভুবি।
অজি ইনিংসের নবম ওভারে বোলিং করতে আসেন ভুবি। তাঁর লেট সুইং মোকাবিলার জন্য একটু এগিয়ে স্ট্যান্স নিচ্ছিলেন ফিঞ্চ। ওই ওভারের শেষ ওভারে অদ্ভূতভাবে বল করলেন ভুবনেশ্বর।ক্রিকে পৌঁছোনোর আগেই নন স্ট্রাইকার প্রান্তে যেখানে আম্পায়ার দাঁড়ান ঠিক সেখান থেকেই বল করলেন ভুবি। এমন দেখে ফিঞ্চ তাঁর জায়গা থেকে সরে গেলেন। আম্পায়ার ও ফিল্ডাররাও প্রথমে বুঝতে পারেননি ঘটনা ঠিক কী হয়েছে। আম্পায়ার সঙ্গে সঙ্গে ডেড বল ঘোষণা করেন। ভুবি এমনিতে শান্ত। কিন্তু ডেড বল ঘোষণার পর ক্ষুব্ধ হন। তিনি আম্পায়ারকে এর কারণ জানতে চান। ফিঞ্চের দিকে ঘুরে তাকানও তিনি। ভুবির পর কোহলিও এসে আম্পায়ারের সঙ্গে কথা বলেন।
পরে ফের ওভারের শেষ বলটি করতে দৌড়ন। আর এই বলে ফিঞ্চকে আউট এলবিডব্লু আউট করেন তিনি। ফিঞ্চ করেন ২৪ বলে ১৪ রান। ২৭ রানে অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেটের পতন হয়।This one was called a dead ball... #AUSvIND pic.twitter.com/8V7ElRzZd9
— cricket.com.au (@cricketcomau) January 18, 2019
This one was called lbw... #AUSvIND pic.twitter.com/Kno6FrQvm6
— cricket.com.au (@cricketcomau) January 18, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement