Rinku Singh : মাহি-মন্ত্রেই ভোলবদল, রিঙ্কুকে ঠিক কী বলেছিলেন ধোনি ?
Mahendra Singh Dhoni : আগেরবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে নিজের জাত চিনিয়েছিলেন রিঙ্কু। তারপর সুযোগ মেলে জাতীয় দলে। সেখানেও জারি রয়েছে রিঙ্কুর কামাল।
ভাইজ্যাগ : টি ২০ ক্রিকেট (T 20 Cricket) ইতিহাসে সবথেকে বেশি রান তাড়া করে ভারত জয় হাসিল করে নিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে জিতেছে ভারতীয় দল। অধিনায়ক সূর্যকুমার যাদবের দুরন্ত ইনিংসের পর ফিনিশার রিঙ্কু সিংহের (Rinku Singh) কামালে এসেছে জয়।
আগেরবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে- (Indian Premier League) কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে নিজের জাত চিনিয়েছিলেন রিঙ্কু। তারপর সুযোগ মেলে জাতীয় দলে। সেখানেও জারি রয়েছে রিঙ্কুর কামাল। আর জাতীয় দলের দুরন্ত ফিনিশার হয়ে ওঠা বাঁ-হাতি ব্যাটার জানিয়েছেন, 'মাহি-মন্ত্র' তাঁকে করেছে অনেকটা সাহায্য।
মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) দেওয়া টিপসের সুবাদে যে তাঁর ক্রিজে থাকার সময় খেলার মেজাজ বদলেছে, সেটাও জানিয়েছেন রিঙ্কু সিংহ। বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ব্যাটার বলেছেন, 'একবার মাহি ভাইয়ের কাছে জানতে চেয়েছিলাম, টানটান উত্তেজনার ম্যাচে রান তাড়া করার সময় ঠিক ক্রিজে ঠিক কী ভাবেন। উনি বলেছিলেন, আসল কাজটা হচ্ছে নিজেকে শান্ত রাখা। শান্ত থেকে যতটা সম্ভব সোজা ব্যাট চালানো উচিত। ম্যাচে উত্তেজনার সময়েও ক্রিজে সেটা কারোর সামনে প্রকাশ না করে নিজের খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা সাফল্য দিয়েছে।'
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রান তাড়া করে জেতে ভারত। সন অ্যাবটের বলে খেলার একেবারে শেষপর্বে ছক্কা হাঁকান রিঙ্কু সিংহ। যদিও অজি বোলার নো বল করে ফেলায় সেই ওভার বাউন্ডারির রানটি যোগ হয়নি রিঙ্কুর স্কোরে। কারণ, ভারতের তখন ম্যাচ জিততে আর মাত্র ১ রানই দরকার ছিল। যার জেরে ১৪ বলে ২২ রানে অপরাজিত থেকে যান রিঙ্কু সিংহ।
ভারতে ম্যাচ জেতাতে পারা নিয়ে রিঙ্কুর বক্তব্য, 'যে সময় খেলতে নেমেছিলাম, তা ব্যাট করার জন্য ছিল আদর্শ। সূর্য ভাইয়ের সঙ্গে ব্যাট করতে পেরে ও দলকে জেতাতে পেরে বেশ ভাল লাগছে।'
আরও পড়ুন- 'চমকে গিয়েছিলাম...' ফাইনালে অজিদের ক্ষুরধার বুদ্ধিমত্তার তারিফ অশ্বিনের
- আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
- https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y