মুম্বইকে ৭ উইকেটে হারাল হায়দরাবাদ
হায়দরাবাদ: আইপিএলে-র উত্তেজক ম্যাচে ঘরের মাঠে লিগ-টেবিলের এক নম্বরে থাকা মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারাল সানরাইজার্স হায়দরাবাদ।
সোমবার টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। শুরুতেই ধাক্কা খায় মুম্বই। ১ রানেই ফিরে যান ওপেনার লিন্ডল সিমন্স। ব্যর্থ হন নীতীশ রানাও (৯)। এরপর পার্থিব পটেলের (২৩) সঙ্গে ইনিংস গড়ার দায়িত্ব তুলে নেন রোহিত। কিন্তু, এদিন কেউ-ই তাঁকে সঙ্গ দেননি। উইকেটে থিতু হয়েও আউট হন হার্দিক পাণ্ড্য (১৫)। একা রোহিত লড়াই চালান। তিনি ৬৭ রান (৪৫ বল) করেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রান তোলে মুম্বই। হায়দরাবাদের হয়ে ভাল বল করেন সিদ্ধার্থ কৌল (৩/২৪) ও ভুবনেশ্বর কুমার (২/২৯)। এছাড়া, আফগানিস্তানের জোড়া স্পিনার রশিদ খান ও মহম্মদ নবি একটি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় সানরাইজর্স। ৬ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কিন্তু অপরাজিত অর্ধশতরান করে দলের জয় নিশ্চিত করেন শিখর ধবন। দ্বিতীয় উইকেটে মোজেস হেনরিক্সের (৩৫ বলে ৪৪) সঙ্গে ৯১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন ধবন। হেনরিক্স আউট হওয়ার পর দ্রুত ফিরে যান যুবরাজও (৯)। কিন্তু, এত অল্প রানের পুঁজি নিয়ে হায়দরাবাদ ম্যাচ বের কর সম্ভব ছিল না রোহিত-বাহিনীর পক্ষে। শেষ পর্যন্ত ৪৬ বলে ৬২ রান করে দলকে জিতিয়ে ফেরেন ধবন।
এই জয়ের ফলে লিগ টেবিলে চার নম্বরে থাকল হায়দরাবাদ।