এক্সপ্লোর
Advertisement
পূজারার ব্যাটিং দেখে অনুপ্রাণিত হই, বলছেন বিরাট
নয়াদিল্লি: ভারতের অধিনায়ক বিরাট কোহলি বর্তমানে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই অসাধারণ ফর্মে। বিশেষ করে টেস্টে একের পর এক দ্বিশতরান করে তিনি নিজেকে অন্য উচ্চতায় তুলে নিয়ে যাচ্ছেন। কিন্তু এহেন বিরাটই বলছেন, সতীর্থ ব্যাটসম্যান চেতেশ্বর পূজারাকে দেখে তিনি অনুপ্রেরণা পান। এ বিষয়ে ভারতের অধিনায়কের বক্তব্য, ‘আমরা সবাই ওর (পূজারা) দীর্ঘ ইনিংস, মনঃসংযোগের ক্ষমতা এবং ব্যাট করে যাওয়ার ইচ্ছা দেখে শিক্ষা নিই। আমিও ওকে অনুপ্রাণিত হয়ে দেখে দলের জন্য যত বেশি সম্ভব ব্যাটিং করে যেতে চাই। আমি এখন শুধু এটাই ভাবি। এর ফলে নিজেকে আর ক্লান্ত মনে হয় না। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করে যেতে পারি।’
টেস্টে অধিনায়ক হিসেবে ষষ্ঠ দ্বিশতরান করে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ব্রায়ান লারাকে টপকে গিয়েছেন বিরাট। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজে তিনি দু’টি দ্বিশতরান করে ফেলেছেন। এই পারফরম্যান্স প্রসঙ্গে বিসিসিআই-এর ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বিরাট বলেছেন, ‘টেস্ট ক্রিকেট খেলতেই আমার সবচেয়ে বেশি ভাল লাগে। ক্রিকেটের এই ফর্ম্যাটকেই যাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, সবরকমভাবে সেই চেষ্টা করছি আমরা। কারণ, ব্যাটসম্যান ও বোলাররা জানে টেস্ট ম্যাচে ভাল পারফরম্যান্স দেখানো কতটা তৃপ্তিদায়ক। বিশেষ করে কঠিন পরিস্থিতিতে রান করা বা উইকেট নেওয়ার আনন্দই আলাদা।’
শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজের পরেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় দল। সেই সফরে ভাল পারফরম্যান্স দেখাতে মরিয়া বিরাট। তাঁর মতে, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পরিস্থিতির মোকাবিলা করতে হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement