এক্সপ্লোর
আমার কিছু প্রমাণ করার নেই, বলছেন জাডেজা

দুবাই: কয়েকদিন আগেই রবীন্দ্র জাডেজা বলেছিলেন, জাতীয় দলের হয়ে তিন ফর্ম্যাটেই খেলতে চান। দীর্ঘদিন পরে একদিনের আন্তর্জাতিকে খেলার সুযোগ পেয়েই তিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। গতকাল এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলের জয়ে তাঁর বড় অবদান ছিল। এই পারফরম্যান্সের পর জাডেজা বলেছেন, ‘আমি সবসময় এই প্রত্যাবর্তন মনে রাখব। কারণ, আমি ৪৮০ দিন পরে দলে ফিরেছি। এর আগে এতদিন অপেক্ষা করতে হয়নি। আমার কারও কাছে কিছু প্রমাণ করার নেই। আমার দক্ষতায় শান দিতে হবে। আমার কাউকে দেখাতে হবে না কী করতে পারি। আমার নিজেকে চ্যালেঞ্জ জানাতে হবে।’ ২০১৯-এর বিশ্বকাপের আগে জাডেজার এই পারফরম্যান্স নিঃসন্দেহে স্বস্তিদায়ক। তবে তিনি এখনই বিশ্বকাপ নিয়ে ভাবছেন না। এই বাঁ হাতি অলরাউন্ডার বলেছেন, ‘বিশ্বকাপের এখনও দেরি আছে। তার আগে আমরা অনেক ম্যাচ খেলব। আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। আমি যখনই সুযোগ পাই, এরকম পারফরম্যান্স দেখানোই লক্ষ্য থাকে। গত কয়েকটি টেস্ট সিরিজ বিদেশে হওয়ায় আমি নিয়মিত সুযোগ পাইনি। তাই যখনই সুযোগ পাই ভাল পারফরম্যান্স দেখানোর জন্য দৃঢ়প্রতিজ্ঞ থাকি। শুধু এটাই আমার নিয়ন্ত্রণে আছে। আমি শুধু নিজের খেলা ও কীভাবে উন্নতি করব সেটা নিয়েই ভাবছি।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















