Gambhir on T20 WC: এত ঘনঘন বিশ্বকাপ! আগের চ্যাম্পিয়নকে মনেই রাখতে পারবে না কেউ, মন্তব্য গম্ভীরের
২০২২ সালে আর একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। ফলে এবার যে দল চ্যাম্পিয়ন হবে, এক বছরেরও কম সময়ে তাদের ফের শ্রেষ্ঠত্বের পরীক্ষা দিতে হবে।
নয়াদিল্লি: ওয়ান ডে বিশ্বকাপ হয় প্রতি চার বছর অন্তর। তবে টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তার কথা মাথায় রেখে আইসিসি প্রতি ২ বছর অন্তর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে। যা দেখে বেশ বিরক্ত গৌতম গম্ভীর। তাঁর মতে, এত ঘনঘন বিশ্বকাপ হলে আগের চ্যাম্পিয়নকে কেউ মনেই রাখতে পারবে না।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। একদিকে চলছে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। অন্যদিকে ইতিমধ্যে যোগ্যতা অর্জন করে ফেলা দলগুলি নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে ঝালিয়ে নিচ্ছে। মেগা টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন সকলেই। তবে এরই মধ্যে বিশ্বকাপের বর্তমান ফর্ম্যাট নিয়ে নিজের আপত্তির কথা জানালেন গৌতম গম্ভীর।
ভারতের হয়ে দুই ফর্ম্যাটেই বিশ্বচ্যাম্পিয়ন হওয়া গৌতির মতে, বর্তমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফর্ম্যাট মেগা টুর্নামেন্টের বিশেষত্বে কিছুটা হলেও ঘাটতি আনছে। গম্ভীর বলেছেন, ‘১৯৮১ সালে আমার জন্ম এবং ৯০-এর দশকে বড় হওয়ার সুবাদে ৫০ ওভারের বিশ্বকাপ আমার কাছে টি-টোয়েন্টির চেয়ে অনেক বেশি মূল্যবান। ৫০ ওভারের বিশ্বকাপ প্রতি চার বছরে অনুষ্ঠিত হওয়ায় তার একটা আলাদা গুরুত্ব রয়েছে। সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ তো ঘনঘন আয়োজিত হয়। এবারের পরই আবার সামনের বছর অস্ট্রেলিয়ায় আরেকটি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আমি জানি করোনাকালে সবকিছুই ঘেঁটে গিয়েছে। তবে ভক্তরা প্রতি বছর বিশ্বকাপ হলে তো আগের চ্যাম্পিয়নকে মনেই রাখতে পারবে না।’
প্রসঙ্গত, ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল। চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তার পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল ২০২০ সালে। করোনার জন্য তা পিছিয়ে এখন হচ্ছে। কিন্তু ২০২২ সালে আর একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। ফলে এবার যে দল চ্যাম্পিয়ন হবে, এক বছরেরও কম সময়ে তাদের ফের শ্রেষ্ঠত্বের পরীক্ষা দিতে হবে।
প্রাক্তন ভারতীয় ওপেনার প্রতি দুই বছর অন্তর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার ফর্ম্যাটে বদল করারই পরামর্শ দিয়েছেন। গম্ভীর বলেছেন, ‘ক্রিকেট প্রশাসকদের উচিত দুই বছরের বদলে প্রতি তিন বছর অন্তর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার বিষয়ে ভাবনাচিন্তা করার। আমি যদি বিশ্ব চ্যাম্পিয়ন হই, তাহলে আমি অন্তত কিছু সময়ের জন্য সেই খেতাব ধরে রাখতে তো চাইবই।’